
দ্য ওয়াল ব্যুরো: শ্রীলঙ্কায় শাসকের বিরুদ্ধে গণরোষ আছড়ে পড়ার ঘটনা এখনও বাসি হয়নি। তার মধ্যে অন্ধ্রপ্রদেশে (Andrapradesh) যেন সেই মডেল। মঙ্গলবার অন্ধ্রের পরিনবহণমন্ত্রী পি বিশ্বরূপের বাড়িতে আগুন লাগিয়ে দিল ক্ষুব্ধ জনতা। জেলার নাম বদল নিয়ে মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ পুঞ্জিভূত হচ্ছিল। এদিন সেটাই অগ্নিগর্ভ পরিস্থিতির রূপ নেয়। জানা গিয়েছে, মন্ত্রী এবং তাঁর পরিবারকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে বাড়িটি দাউদাউ করে জ্বলছে।

অন্ধ্রে একটি জেলার নাম কোনাসিমা। সেটিকে নাম বদল করে বিআর আম্বেদকর কোনাসিমা করার সিদ্ধান্ত নিয়েছে জগনমোহন রেড্ডি সরকার। এদিন অমলাপুরপমে সকাল থেকে সেই ইস্যুতেই বিক্ষোভ দেখাচ্ছিল সাধারণ মানুষ। বিকেলের পরেই ক্ষুব্ধ জনতা আগুন লাগিয়ে দেয় মন্ত্রীর বাড়িতে।
মন্ত্রী ও তাঁর পরিবারকে রক্ষা করতে গিয়ে গুরুতর জখম হয়েছেন ২০ জন পুলিশকর্মী। অন্ধ্রের স্বরাষ্ট্রসচিব এই ঘটনা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, দ্রুত অপরাধীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করবে। সরকার কোনও ভাবেই এই নৈরাজ্যকে বরদাস্ত করবে না।
গত এপ্রিল মাসে জেলার নাম বদল করার বিষয়ে সিদ্ধান্ত করে সরকার। গতকাল তার প্রাথমিক বিজ্ঞপ্তি জারি হয়। সরকারের তরফে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, কারও কোনও আপত্তি থাকলে অবশ্যই সরকার বিবেচনা করবে। ইতিমধ্যে কোনাসিমা সাধনা সমিতি এ ব্যাপারে সরকারের কাছে আপত্তি জানিয়েছে। তারপরেও এদিন রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে কয়েক হাজার মানুষ।
মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী তানেতি ভানিতা অভিযোগ করেছেন, কিছু রাজনৈতিক দল এই হিংসায় ইন্ধন দিচ্ছে। তিনি এও বলেন, ২০ জন পুলিশকর্মীর জখম হওয়ার ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। প্রশাসন কঠোর হাতে মোকাবিলা করবে। রাত সাড়ে আটটার খবর, মন্ত্রীর বাড়ির সামনে থেকে জমায়েতকে হঠিয়ে দেওয়া সম্ভব হয়েছে। ওই এলাকায় মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশবাহিনী। অভিযুক্তদের খোঁজে চিরুনিতল্লাশি শুরু করেছে পুলিশ।