
অভিনব সম্প্রতি তিরুপতির রেনিগুন্টা বিমানবন্দরে যান রাজ্যের মন্ত্রী বটসা সত্যনারায়ণকে স্বাগত জানাতে। রেনিগুন্টা এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া (এএআই)য়ের আওতাভুক্ত বিমানবন্দর। বটসা তিরুপতি সফরে এসেছিলেন জাতীয় স্তরের কবাডি টুর্নামেন্টের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিতে। তাঁর সঙ্গে ছিলেন তিরুমালা তিরুপতি দেবস্থানমের (টিটিডি) চেয়ারম্যান ওয়াইভি সুব্বা রেড্ডি। কিন্তু অভিনবকে কিছুতেই বিমানবন্দরে ঢুকতে দিতে চাননি সেখানকার অফিসাররা। এয়ারপোর্ট অথরিটি ম্যানেজার সুনীলের সঙ্গেও তর্কাতর্কি, কথাকাটাকাটি হয় অভিনবর। সুনীলও জানিয়ে দেন, তিনি বিমানবন্দরের ভিতরে যেতে পারবেন না। অভিযোগ, এরপরই অভিনব বিমানবন্দরে জল সরবরাহ বিচ্ছিন্ন করে দেন। বিমানবন্দরের স্টাফ রেসিডেন্সিয়াল কোয়ার্টারেও জল বন্ধ হয়ে যায়। বিমানবন্দরে ঢোকার অনুমতি না পেয়ে অভিনবই এভাবে জল সরবরাহ বন্ধ করিয়ে বদলা নিলেন বলে দাবি করা হয়। যদিও পুরসভার তরফে অভিযোগ উড়িয়ে জানানো হয়, পাইপলাইন ব্লক থাকার জন্যই বিঘ্ন ঘটেছে জল সরবরাহে।
ড্রেনেজ সমস্যার অভিযোগ করেছেন বাসিন্দারাও।পুরসভার অভিযোগ, নিকাশী জলের জন্য তেলুগু গঙ্গা জলও দূষিত হচ্ছে।
রেনিগুন্টা বিমানবন্দর কর্তৃপক্ষের লোকজনের বিরুদ্ধে অযথা বাড়াবাড়ি করা ও সরকারি প্রটোকল পালন না করার অভিযোগ তুলেছে শাসক দল। যদিও বিমানবন্দর কর্তৃপক্ষ বা তিরুপতি পুরসভা কোনও প্রতিক্রিয়া দেয়নি।
বিরোধী নেতা তথা তেলুগু দেশম পার্টির সাধারণ সম্পাদক নারা লোকেশ ট্যুইট করে অভিনবর সমালোচনা করেছেন। বিমানবন্দর ও স্টাফ কোয়ার্টারে জল সরবরাহ বন্ধ করে দেওয়া ওয়াইএসআরসিপির নৈরাজ্যবাদী শাসনের প্রমাণ। এর তীব্র নিন্দা করছি।