Latest News

আধার কার্ডের জন্য দেড় হাজার টাকা! ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়ে দুর্নীতি বাড়ছে, তৎপর প্রশাসন

দ্য ওয়াল ব্যুরো: লক্ষ্মীর ভাণ্ডার (Lakshir Bhandar) প্রকল্পে রাজ্যের মহিলাদের মাসে মাসে টাকা দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে ‘দুয়ারে সরকার’-এর ক্যাম্পে এই প্রকল্পের জন্যেই হুড়োহুড়ি পড়ে গেছে। কিন্তু এর সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরাও। পশ্চিম বর্ধমানের (Andal) ঘটনা সেটাই সামনে আনল আরও একবার।

নিমতলা ঘাট স্ট্রিটে ভয়াবহ আগুন! ঘিঞ্জি এলাকায় ব্যাপক আতঙ্ক

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আধার কার্ড (Adhaar Card) প্রয়োজন। এই কার্ড আপডেটের জন্য তাই দোকানে দোকানে লাইন দিচ্ছেন অনেকেই। আর সেই সুযোগ নিয়ে সামান্য কাজের জন্যেই চড়া দাম হাকাচ্ছেন বেশ কিছু অসাধু দোকানদার। পশ্চিম বর্ধমানে অন্ডালে এভাবে বাঁকা পথে রোজগার করতে গিয়ে পুলিশের জালে জড়িয়েছেন অনেকে।

অভিযোগ, গরিব মানুষদের অসহায়তার সুযোগ নিয়ে আধার কার্ড তৈরি বা আপডেটের জন্য চড়া দাম চাওয়া হচ্ছে। কোথাও এক হাজার, কোথাও দেড় হাজার টাকা খরচ করতে হচ্ছে আধার কার্ডের জন্য।  তাই সাধারণ মানুষদের দুর্ভোগের শেষ নেই। অন্ডালের একাধিক দোকানেই এই কাজ চলছে। আবার বেশিরভাগ ক্ষেত্রেই আগাম ৫০০ টাকা জমা দিতে হচ্ছে বলে অভিযোগ।

অন্ডালের বিডিও সুদীপ্ত বিশ্বাসের কাছে এই খবর যেতেই তিনি পুলিশ নিয়ে হাজির হন ঘটনাস্থলে। দোকানে দোকানে ঘুরে খোঁজখবর করেন। এক দোকানে হাতেনাতে এই দুর্নীতি পাকড়াও করেন তাঁরা। পুলিশ আর বিডিও যখন সেখানে পৌঁছন, তখনই এক বয়স্ক মহিলার কাছ থেকে আধার কার্ডের জন্য ৫০০ টাকা আগাম নিয়েছেন দোকানী। দোকানের নথিপত্র দেখতে চান তাঁরা, কাজের জন্য ক্ষমা চাইলে এই যাত্রা তাঁকে ছেড়ে দেওয়া হয়। সব মিলিয়ে লক্ষ্মীর ভাণ্ডারকে কেন্দ্র করে সমস্ত রকম দুর্নীতি রুখতে তৎপর প্রশাসন।

পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা ‘সুখপাঠ’

You might also like