Latest News

গাড়ি কিনতে গিয়ে অপমানিত কৃষক, তাঁর উদ্দেশে কী বার্তা দিলেন আনন্দ মাহিন্দ্রা

দ্য ওয়াল ব্যুরো : গত সপ্তাহে কর্নাটকে (Karnatak) মাহিন্দ্রার (Mahindra) শো-রুমে (Show Room) এক কৃষক অপমানিত হন। মঙ্গলবার এসম্পর্কে প্রতিক্রিয়া জানালেন শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা। তিনি বলেন, আমাদের মূল উদ্দেশ্য হল, সমাজের সব সম্প্রদায়ের মানুষের উন্নতিতে সাহায্য করা। আমরা প্রত্যেক ব্যক্তির সম্মান রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। কেউ যদি এই নীতি থেকে বিচ্যুত হয়, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

কর্নাটকের এক কৃষক বোলেরো গাড়ি কিনতে মাহিন্দ্রার শো-রুমে গিয়েছিলেন। সেলসম্যানের মনে হয়েছিল, তাঁর ওই গাড়ি কেনার সঙ্গতি নেই। তিনি কৃষককে অপমান করেন। কৃষক তখনকার মতো দোকান থেকে বেরিয়ে যান। পরে ১০ লক্ষ টাকা নিয়ে দোকানে আসেন। সেলসম্যানকে বলেন, তিনি এখনই বোলেরো গাড়িটি ডেলিভারি নিতে চান। সেলসম্যান জানান, চারদিনের আগে ডেলিভারি দেওয়া সম্ভব নয়। তখন তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয়। ওই ঘটনার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। পরে সেলসম্যান ক্ষমা চেয়ে নেন।

You might also like