Latest News

Anand Mahindra: ‘এই গাড়ি ওড়াতে নিউক্লিয়ার বোম লাগবে’, নতুন স্করপিও দেখিয়ে রোহিত শেট্টিকে বার্তা মাহিন্দ্রার

দ্য ওয়াল ব্যুরো: রোহিত শেট্টির ছবি দেখতে যাঁরা অভ্যস্ত, তাঁরা জানেন ‘সিঙ্ঘম’, ‘দিলওয়ালে’ কিংবা ‘চেন্নাই এক্সপ্রেস’-এ দুমদাম গাড়ি ফেটে বিস্ফোরণ কোনও বড় ব্যাপার নয়। রোহিত শেট্টির ছবিতে এসব ধুমধারাক্কা হয়েই থাকে। আনন্দ মাহিন্দ্রার কোম্পানির (Anand Mahindra) নতুন স্করপিও-র সঙ্গে অবশ্য তেমন কিছু করার উপায় নেই। পারমাণবিক বোমা ছাড়া সেই গাড়ির গায়ে নাকি আঁচড়টুকুও লাগানো যাবে না।

ofcufo5g

আরও পড়ুন: বাইক মিছিলে পরেশ বরণ, রাস্তায় দাঁড়িয়ে মানুষ দেখল ‘মন্ত্রী আসছেন’

সম্প্রতি মাহিন্দ্রা কোম্পানির (Anand Mahindra) নতুন প্রজন্মের স্করপিও-এন গাড়ির ছবি পোস্ট করেছেন আনন্দ মাহিন্দ্রা। সেই ছবির নীচেই নেটিজেনরা নানান রকম কমেন্ট করছিলেন। নতুন গাড়ি নিয়ে তৈরি হচ্ছিল নতুন নতুন মিম। তেমনই একটি মজার মিম চোখে পড়ে খোদ আনন্দ মাহিন্দ্রার। তিনি সেটার রিপ্লাই দিয়ে রোহিত শেট্টির উদ্দেশে বার্তা দেন।

vcp6fmcg

মাহিন্দ্রা গ্রুপ বাজারে আরও একটা নতুন গাড়ি এনেছে, এটা দেখে রোহিত শেট্টি নিশ্চয়ই খুব আনন্দ পেয়েছেন- এমন একটি মিম বানানো হয়েছিল। সেই মিম শেয়ার করে আনন্দ মাহিন্দ্রা (Anand Mahindra) লিখেছেন, “রোহিত শেট্টিজি, এই গাড়ি ওড়াতে আপনাকে নিউক্লিয়ার বোম নিয়ে আসতে হবে’। তাঁর কোম্পানির গাড়ি যে দুমদাম উড়িয়ে দেওয়া যাবে না, মজার ছলে সেই বার্তাই দিতে চেয়েছেন মাহিন্দ্রা।

কয়েকবছর আগে মাহিন্দ্রা গ্রুপের এক্সইউভি৩০০ গাড়িটি গ্লোবাল নিউ কার অ্যাসেসমেন্ট প্রোগ্রামের তরফে নিরাপদ, সুরক্ষিত গাড়ি হিসেবে ৫ স্টার রেটিং পেয়েছিল। তারপর সেই গাড়ির আরও দুটো নতুন সংস্করণ বের করেছিল মাহিন্দ্রা গ্রুপ। সেই গাড়িগুলোও নিরাপদ তকমা পেয়েছিল আন্তর্জাতিকভাবে। ফলে মাহিন্দ্রার এই নতুন স্করপিও-এন গাড়ির কাছে প্রত্যাশা অনেক বেশি।

You might also like