Latest News

‘ভয়ঙ্কর! এই জন্যই তিনি বিশ্বজয়ী!’ সিন্ধুর ফিটনেস ভিডিও টুইট করে লিখলেন মাহীন্দ্রা

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের দরবারে ভারতের নাম উজ্জ্বল করে এসেছেন তিনি। তাঁকে নিয়ে উচ্ছ্বসিত গোটা দেশ। ব্যাডমিন্টনের দুনিয়ায় তাঁরই হাত ধরে সেরা হিসেবে লেখা হয়েছে ভারতের নাম। তিনি পিভি সিন্ধু। চোকার্সের তকমা মুছে দিয়ে তিনি আজ সোনার মেয়ে! প্রথম ভারতীয় মহিলা শাটলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করে গোটা দেশকে মুগ্ধ করেছেন তিনি৷
তবে যে কোনও জয়ের পেছনেই যে পরিশ্রমের একটা দীর্ঘ ইতিহাস থাকে, তা তো সকলেই জানেন। বিশেষ করে এই ধরনের কোনও স্পোর্টসে সাফল্য পাওয়ার জন্য যে শারীরিক ফিটনেস কোন পর্যায়ে ধরে রাখতে হয়, তা অনেকেরই ভাবনার বাইরে। এই ফিটনেস প্র্যাকটিসের একটি ভিডিও-ই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পিভি সিন্ধু নিজে। নেটিজেনরা দেখে চমকে গিয়েছেন, কতটা প্রচণ্ড পরিশ্রমের ফসল এই সোনার মেডেল!
চমকে গিয়েছেন শিল্পপতি আনন্দ মাহীন্দ্রাও। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নানা বিষয়ে সক্রিয় তিনি। পিভি সিন্ধুর একটি ট্রেনিং সেশনের যে ভিডিওটি-ও পোস্ট করেছেন মাহিন্দ্রা। সঙ্গে লিখেছেন, “ভয়ঙ্কর! আমি তো এই ভিডিওটি শুধু দেখেই হাঁপিয়ে গেলাম৷ এবার আর কোনও রহস্য নেই, কী করে পিভি সিন্ধু বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন৷ নতুন প্রজন্মের প্রতিনিধিরা, আপনারা এটা দেখুন এবং শীর্ষে পৌঁছনোর জন্য নিজেদেরও তৈরি করুন৷’’
দেখুন, মাহীন্দ্রার সেই টুইট।
https://twitter.com/anandmahindra/status/1166376817265168385?s=12
You might also like