Latest News

ষষ্ঠীর সকালে বন্ধ ফ্ল্যাটে বৃদ্ধের দেহ উদ্ধার! পাটুলিতে শোকের ছায়া

দ্য ওয়াল ব্যুরো: ষষ্ঠীতে গোটা শহর উৎসবে মেতেছে। কিন্তু এদিন সকালেই পাটুলিতে বন্ধ ঘরে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে (Patuli Death)। বিগত দু’দিন ধরে ওই ঘর থেকে দুর্গন্ধ বেরতে থাকে। প্রথমে বিষয়টা বুঝে উঠতে পারেননি প্রতিবেশীরা। কিন্তু কাল রাত থেকে সেই দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েন সকলে। খবর দেওয়া হয় পাটুলি থানায়। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে!

জানা গেছে মৃতের নাম দিলীপ দত্ত। এদিন সকালে পুলিশ দরজা ভেঙে দেখে, মেঝেতে পড়ে রয়েছে বছর ৬২-র দিলীপের দেহ। সেখান থেকেই দুর্গন্ধ বের হচ্ছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, পাটুলির ওই ফ্ল্যাটে একাই থাকতেন প্রৌঢ়। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। স্ত্রীও মারা গেছেন বহুদিন। বাবার মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন মেয়ে। কান্না ভেজা গলায় জানান, কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন। কিন্তু এমন ঘটনা ঘটবে তা তিনি ভাবতেও পারেননি।

পুলিশের প্রাথমিক অনুমান, অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে দিলীপবাবুর। তবে কী ঘটেছিল তা ময়নাতদন্ত না হলে বোঝা যাবে না। পুলিশ আত্মঘাতীর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না। গোটা ঘটনাই তদন্ত করে দেখা হচ্ছে।

কলকাতায় ২ ঘণ্টার মধ্যে বৃষ্টির আশঙ্কা, জানাল আবহাওয়া দফতর

You might also like