
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: ওভারড্রাফটের (overdraft) আবেদন না করেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে মোটা টাকা। সূত্রের খবর, গত ৮ দিনে বেনামে ১৬ কোটি টাকার ওভারড্রাফট ঢুকেছে দুর্গাপুরের অন্ডালের (Andal) এক ব্যাঙ্কে। ট্রাস্ট থেকে বিভিন্ন নামে ভুয়ো ওভারড্রাফট করিয়ে ৩০ লক্ষ টাকার কমিশনও পেয়েছেন অন্ডালের এক বেসরকারি ব্যাঙ্কের ম্যানেজার (branch manager) শান্তনু মণ্ডল। আধিকারিকদের অভিযোগের ভিত্তিতে এবার গ্রেফতার (police) হল সেই ম্যানেজার এবং ব্যাঙ্কেরই মহিলা কর্মী স্মৃতি ভট্টাচার্য।
অভিযোগ, অন্ডাল থানার বহুলায় এক বেসরকারি ব্যাঙ্কের ব্রাঞ্চ ম্যানেজার শান্তনু মণ্ডল ব্যাঙ্কের পোর্টাল ব্যবহার করে ভুয়ো ওভারড্রাফট করেন বিভিন্ন ট্রাস্ট, সংস্থা ও ব্যক্তির নামে। গত ৮ দিনে এইভাবে ১৬ কোটি টাকা আরটিজিএস করে ওভারড্রাফটের টাকা পাইয়েও দেওয়া হয় সংশ্লিষ্ট ব্যক্তি কিংবা সংস্থাগুলিকে। এরমধ্যে বেশ কিছু ভিন রাজ্যের সংস্থাও শান্তনু মণ্ডলের ওভারড্রাফটের ‘দান’ পেয়েছেন বলে খবর।
এত অল্প সময়ের মধ্যে এই বিপুল পরিমাণ টাকা ওভারড্রাফট হওয়ায় সন্দেহ হয় ব্যাঙ্কের রিজিওনাল ব্রাঞ্চের আধিকারিকদের। এরপরই রিজিওনাল ম্যানেজারের অনুমোদন পেয়ে শনিবার অর্থাৎ ২৪ সেপ্টেম্বর দুর্গাপুর ব্রাঞ্চের ম্যানেজার সৌরভ কুমার লায়েক অন্ডাল থানায় শান্তনু মণ্ডল ও স্মৃতি ভট্টাচার্যের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। রাতেই অন্ডাল থানার পুলিশ গ্রেফতার করে ওই দুই অভিযুক্তকে।
জেরা করে জানা যায়, ১৬ কোটি টাকা ওভারড্রাফটের বদলে ৩০ লক্ষ টাকা কমিশন বাবদ পান শান্তনুবাবু। সেই টাকা আসে তার মায়ের অ্যাকাউন্টে। রবিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। সেখানে বিচারক ধৃতদের ৯ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই বিষয়ে আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি (অন্ডাল) ওমর আলি মোল্লা জানান, ‘তদন্ত শুরু হয়েছে। ধৃতদের উদ্দেশ্য কী ছিল বা এই চক্রে আরও কেউ জড়িত আছে কিনা তা জেরা করে জানা হবে।’
ফের ভাটপাড়ায় বিস্ফোরণ, চলল গুলিও, বোমার ঘায়ে ভাঙল বাড়ির একাংশ