
দ্য ওয়াল ব্যুরো: করোনার বাড়বাড়ন্ত বিদায় নিয়েছে, দেশজুড়ে শিথিল হয়েছে কোভিডবিধি। বিধিনিষেধের বেড়াজাল থেকে মুক্তি পেয়ে চকচক করে উঠেছে বলিউডের বি-টাউন মুম্বই (Mumbai)। সেখানে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে আর কাউকে মাস্ক পড়তে হবে না, মানতে হবে না আর কোনও কোভিডবিধি। এই স্বস্তির মাঝেই এবার অন্য ইঙ্গিত দিলেন বিগ বি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)।

আরও পড়ুন: নববর্ষে হাতে বোনা শাড়িকে প্রাধান্য দিচ্ছেন ডিজাইনার চৈতালি ঘোষ
মুম্বইতে অমিতাভ বচ্চনের বিলাসবহুল বাংলো জলসা। কোভিডের আগে সেখানে প্রতি সপ্তাহে ভক্ত অনুরাগীদের সঙ্গে দেখা করতেন বিগ বি। জলসার সদর দরজার বাইরে যেন মেলা বসে যেত। প্রিয় সুপারস্টারকে একবার চোখের দেখা দেখবার জন্য সপ্তাহে সপ্তাহে ভিড় করতেন প্রচুর মানুষ। জলসার বাইরে চেনা সেই ছবি ফিরে আসতে চলেছে আবার, সেই ইঙ্গিতই দিয়েছেন অমিতাভ বচ্চন।

অমিতাভ একটি ছবির শ্যুটিংয়ের কাজে ঋষিকেশে গিয়েছিলেন। সেখান থেকেই একটি ব্লগে তিনি জানান, মুম্বইতে কোভিডবিধি উঠে গেছে এটা আমাদের সকলের জন্য একটা আশীর্বাদের মতো। আন্তর্জাতিক বিমান পরিষেবাও আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। মনে হচ্ছে জলসার দরজায় রবিবারের সেই মিটিং আবার ফিরতে চলেছে। তবে সতর্কতা অবশ্যই থাকবে। মুম্বই ফিরে আমি সেই ছবি ফিরতে দেখতে চাই আবার আগের মতো।

তবে কবে থেকে আবার নিজের বাড়ির দরজায় ভক্তদের দেখা দেবেন তা এখনও স্পষ্ট করে জানাননি বিগ বি। শুধু ইঙ্গিত দিয়েছেন মাত্র। তবে তাই বা কম কীসে? জলসার বাইরে চেনা সেই ভিড় আবার দেখতে পাবেন সকলে, এই ইঙ্গিতমাত্র পেয়েই চনমনিয়ে উঠেছেন অমিতাভ ভক্তরা।