Latest News

এইমস থেকে ছাড়া পেলেন অমিত শাহ, সংসদে আসতে পারেন সোমবার থেকে

দ্য ওয়াল ব্যুরো : কিছুদিন আগেই কোভিড ১৯ সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার রাতে তিনি চেক আপের জন্য ফের দিল্লির এইমসে ভর্তি হন। বৃহস্পতিবার তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

৫৫ বছর বয়সী অমিত শাহ ২ অগাস্ট করোনা টেস্টে পজিটিভ হন। প্রথমে তাঁকে গুরগাঁওতে মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়। ১৪ অগাস্ট তিনি টুইট করে জানান, চিকিৎসকদের পরামর্শে আরও কিছুদিন হোম আইসোলেশনে থাকবেন।

এদিন এইমস থেকে ছাড়া পাওয়ার পরে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের বাদল অধিবেশনে যেতে পারবেন। আগামী সোমবার থেকে তিনি সংসদে যেতে পারেন বলে জানা গিয়েছে।

সংসদের দুই কক্ষে মোট ৭৮৫ জন সদস্যের মধ্যে ২০০ জনের বয়স ৬৫-র ওপরে। সাতজন কেন্দ্রীয় মন্ত্রী এবং দু’ডজন এমপি করোনা পজিটিভ হয়েছেন।

দেশে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৫০ লাখের গণ্ডি পেরিয়ে গেছে বুধবার। বৃহস্পতিবার আরও কয়েক ধাপ বেড়ে মোট রোগীর সংখ্যা পৌঁছেছে ৫১ লাখে। করোনায় মৃত্যুও বেড়েছে। একদিনে সংক্রমণে মৃতের সংখ্যা হাজারের বেশি। কেন্দ্রের হিসেবে ১১৩২ জন। মনে করা হচ্ছে, করোনায় মৃত্যু লাখ পেরিয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। কেন্দ্রের পরিসংখ্যানে সেই ইঙ্গিতই মিলছে। কারণ আজকের হিসেবে দেশে মোট সংক্রমণে মৃত রোগীর সংখ্যা ৮৩ হাজার ১৯৮ জন।

চিন্তা বাড়াচ্ছে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা। দেশে এখন কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা ১০ লাখ। তবে যে হারে সংক্রমণ বাড়ছে তাতে আশঙ্কা করা হচ্ছে আগামী ৮ অক্টোবরের মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ১২ লাখ ছাড়িয়ে যেতে পারে।

আর নম্বর তথা এফেক্টিভ রিপ্রোডাকশন নম্বর কিছুটা কমেছে দেশে। এই আর নম্বরের উপরেই নির্ভর করে সংক্রমণ কতটা ও কী পরিমাণে ছড়াচ্ছে। চেন্নাইয়ের ইনস্টিটিউট অব ম্যাথেমেটিক্যাল সায়েন্সের অধ্যাপক সীতাভ্র সিনহা বলেছেন, গত সপ্তাহে আর নম্বর ১.০৯ পয়েন্টে ছিল, এখন ১.০৮ এর কাছাকাছি পৌঁছেছে। তিন সপ্তাহ আগেই আর নম্বর ১.০৩ পয়েন্টে নেমে গিয়েছিল। গত ৩ সেপ্টেম্বর ফের বেড়ে ১.০৯ পয়েন্টে পৌঁছে যায়। ছত্তীসগড়ে আর নম্বর সবচেয়ে বেশি প্রায় ১.৩৫। দিল্লিতেও গত সপ্তাহের তুলনায় আর নম্বর বেড়েছে, ১.২২ থেকে পৌঁছেছে ১.২৬ পয়েন্টে।

You might also like