Latest News

মুসলিম ও দলিতদের গণপিটুনিতে মৃত্যুর ঘটনার কোনও রেকর্ডই নেই নর্থ ব্লকে, জহরের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রক

দ্য ওয়াল ব্যুরো: দেশের বিভিন্ন প্রান্তে উগ্র ডানপন্থী (rightwing groups) সংগঠনের উৎপাত নতুন নয়। বিক্ষিপ্ত ভাবে তা আগেও হয়েছে। কিন্তু কেন্দ্রে মোদী সরকার গঠনের পর থেকেই তা কার্যত বাড়তে থাকে জ্যামিতিক হারে, যা নিয়ে ঘরোয়া রাজনীতিতে তো বটেই, আন্তর্জাতিক স্তরে সমালোচনাও কম হয়নি। কিন্তু বুধবার এ ব্যাপারে এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক স্পষ্ট জানিয়ে দিল, গণপিটুনিতে (mob lynching) মৃত্যুর (death) ঘটনার কোনও রেকর্ডই নর্থ ব্লকে (north block) নেই।

কেন্দ্রের যুক্তি, আইনশৃঙ্খলা রক্ষা (law and order) রাজ্যের এক্তিয়ারে পড়ে। রাজ্যগুলি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (এনসিআরবি)  (ncrb) রিপোর্ট তৈরি করে। কিন্তু এনসিআরবি রিপোর্টেও গণপিটুনিতে মৃত্যুর ঘটনা নিয়ে কোনও উল্লেখ নেই।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এ ব্যাপারে প্রশ্ন করেছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জহর সরকার (tmc mp) (Jahar sircar)। প্রাক্তন আমলা জহরবাবুর স্পষ্ট প্রশ্ন ছিল, গোটা দেশে গত পাঁচ বছরে কত জন মুসলিম(muslims) ও দলিতকে (dalits) প্রকাশ্যে পিটিয়ে মারার ঘটনা ঘটেছে? রাজ্যওয়াড়ি তার হিসাব কী? কতজন অভিযুক্তের শাস্তি হয়েছে? কর্তব্যে অবহেলার জন্য কজন পুলিশের বিরুদ্ধেই বা ব্যবস্থা নিয়েছে সরকার? তাছাড়া প্রকাশ্যে পিটিয়ে খুন করা বা অত্যাচারের এহেন প্রবণতা রুখতে সরকার কি কোনও পদক্ষেপ করেছে?

এইসব প্রশ্নের লিখিত জবাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই গোটা দায় রাজ্যের ঘাড়েই ঠেলেছেন এবং বোঝাতে চেয়েছেন, রাজ্যগুলি এ ধরনের ঘটনার রেকর্ড রাখেনি বলেই কেন্দ্রের কাছে এ বিষয়ে কোনও তথ্য নেই।

জহরবাবু পাল্টা বক্তব্য, “স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব অস্পষ্ট। অধিকাংশ গণপিটুনির ঘটনা বিজেপি শাসিত রাজ্যগুলিতেই ঘটেছে। তা থেকে রাজনৈতিক ফায়দাও তুলেছে ওরা। সে কথাটাও স্বীকার করার দম নেই বিজেপির”।

বস্তুত মুসলিম ও দলিতদের পিটিয়ে মারার ঘটনা গত সাত বছরে যে হারে ঘটেছে, তা আগে কখনও হয়নি। অনেকের মতে, গণপিটুনির ঘটনার কোনও রেকর্ড স্বরাষ্ট্রমন্ত্রক যে রাখেনি, তাও বিষ্ময়কর। সংখ্যালঘু ও দলিতদের পিটিয়ে মারার ঘটনাগুলি একটি নতুন প্রবণতা। বহু ক্ষেত্রে যার নেপথ্যে স্পষ্ট রাজনৈতিক কারণ রয়েছে। এ ব্যাপারে কোনও রেকর্ড না রাখার অর্থ হল, আরও বেশি সংখ্যক মানুষকে বিপদের মুখে ঠেলে দেওয়া। কেন্দ্রের এই উদাসীনতা উগ্র সংগঠনগুলিকে আরও উৎসাহ যোগাবে।

প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কোনও হিসেব না রাখলেও সংখ্যালঘু ও দলিতদের পিটিয়ে মারার ঘটনা নিয়ে বিভিন্ন মানবাধিকার সংগঠন গত কয়েক বছরে বহু রিপোর্ট প্রকাশ করেছে। যেন হিউম্যান রাইটস ওয়াচের হিসাব মতো ২০১৫-২০১৮ সালের মধ্যে এ ভাবে ৪৪ জনকে পিটিয়ে মারা হয়। আহত হন শতাধিক। ঘটনা হল, সেই মৃত্যুমিছিল এখনও চলছে।

 

You might also like