
দ্য ওয়াল ব্যুরো: সদ্যই অস্ত্রোপচার হয়েছিল ক্যানসারে আক্রান্ত (cancer patient) প্রবাসী বাঙালি মহিলার। সেই অবস্থাতেই মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার জন্য দিল্লি থেকে বিমানে উঠেছিলেন তিনি। সঙ্গে থাকা হ্যান্ডব্যাগটি বিমানের সিটের উপরের তাকে তুলে দেওয়ার জন্য ওই মহিলা যাত্রী ফ্লাইট অ্যাটেনডেন্টের কাছে সাহায্য চেয়েছিলেন। কিন্তু তাঁকে সাহায্য করা দূর, উল্টে দুর্ব্যবহার করে বিমান থেকেই নামিয়ে দেওয়ার অভিযোগ উঠল আমেরিকান এয়ারলাইন্সের (American Airlines) বিরুদ্ধে।
গত ৩০ জানুয়ারি দিল্লি থেকে আমেরিকান এয়ারলাইন্সের নিউইয়র্কগামী বিমানে উঠেছিলেন মার্কিন-প্রবাসী মহিলা মীনাক্ষী সেনগুপ্ত। সূত্রের খবর, সম্প্রতি তাঁর অস্ত্রোপচার হয়েছিল। হুইলচেয়ারে করেই বিমানে ওঠেন তিনি। বিমানবন্দরের কর্মীরা তাঁকে বিমানে উঠতে সাহায্য করেন বলেই জানিয়েছেন তিনি। সিটে বসার পর ৫ পাউন্ডের সামান্য বেশি ওজনের হ্যান্ডব্যাগটি আসনের পাশেই রেখেছিলেন ওই যাত্রী। কিছুক্ষণ পর এক বিমান সেবিকা এসে তাঁকে বলেন, হ্যান্ডব্যাগটি আসনের উপরের তাকে তুলে রাখতে হবে। যেহেতু সদ্যই তাঁর অস্ত্রোপচার হয়েছিল, তাই সেই কাজে সাহায্য করার জন্য একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে অনুরোধ করেন মীনাক্ষীদেবী। অভিযোগ, এতেই রেগে উঠে ওই অ্যাটেনডেন্ট জানায়, এসব করা তার কাজ নয়।
মীনাক্ষীদেবী জানিয়েছেন, নিজের শারীরিক অবস্থা ব্যাখ্যা করার পর একাধিকবার অনুরোধ করা সত্ত্বেও কেউ তাঁকে সাহায্য করেননি। উল্টে তাঁকে বিমান থেকে নামিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। তাঁকে বলা হয়, নিজের ব্যাগ নিজেকেই তুলে রাখতে হবে। ‘ওরা আমাকে বলে, আমার যদি এতে অস্বস্তি বোধ হয় তাহলে যেন আমি নেমে যাই। ওরা আমাকে নামিয়ে দেওয়ার সিদ্ধান্তে অনড় ছিল।’
ঘটনার পর সত্যিই বিমান থেকে নামিয়ে দেওয়া হয় ওই অসুস্থ যাত্রীকে। ‘বিনা প্ররোচনায় আমাকে বিমান থেকে বের করে দেওয়ার কথা বলা হয়। ওরা আমার পিএনআর-ও ফ্ল্যাগ করে দেয়, যার জেরে আমি পরেরদিনও ফেরার টিকিট পাইনি। শেষ পর্যন্ত আমি অন্য এয়ারলাইন্সের বিমানে আটলান্টা পর্যন্ত যাই, তারপর সেখান থেকে গাড়িতে করে সড়কপথে বাড়ি যাই,’ জানিয়েছেন মীনাক্ষী।
এই ঘটনায় সিভিল অ্যাভিয়েশনের ডিরেক্টরেট জেনারেল অরুণ কুমার জানিয়েছেন, ‘আমরা কোনও ধরনের অসংবেদনশীলতা সমর্থন করি না। বিষয়টি খতিয়ে দেখার জন্য রিপোর্ট তলব করেছি।’
আমেরিকান এয়ারলাইন্সের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, বিমান ছাড়ার ঠিক আগে কেবিন-ক্রুদের নির্দেশ না মানায় এবং অভব্য আচরণ করায় ওই যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। তাঁর টিকিটের অব্যবহৃত অংশের টাকা রিফান্ড করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে বিবৃতিতে।
বাণী জয়রামের কপালে আঘাতের চিহ্ন! মৃত্যু কি অস্বাভাবিক, তদন্তে পুলিশ