
দ্য ওয়াল ব্যুরো: এখনও ২৪ ঘণ্টা কাটেনি মার্কিন মুলুকে (America) বন্দুকবাজের হামলার ঘটনার। ১০ জনের নারকীয় মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা দেশ। শনিবারের পর রবিবার ফের আরও একটি এমন হামলার ঘটনায় আতঙ্ক ছড়াল। রবিবার রাতে আমেরিকার দুটি পৃথক জায়গায় বন্দুকবাজের হামলায় প্রাণ হারান তিনজন সাধারণ মানুষ।
সংবাদমাধ্যম সূত্রে খবর, আমেরিকার (America) লস এঞ্জেলেস ও টেক্সাসে আততায়ীরা হামলা চালায়। লস এঞ্জেলেসের এক গির্জার সামনে বন্দুকবাজের হামলা প্রাণ যায় এক ব্যক্তির। জখম আরও চার। আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে।
অন্যদিকে, টেক্সাসের বাজারেও হামলা চালায় এক দুষ্কৃতী। সেই ঘটনায় একাধিক ব্যক্তি আহত হন। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই জনের। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, শনিবার হাতে বন্দুক নিয়ে সুপারমার্কেটের সামনে হাজির হয়েছিল এক যুবক। পার্কিং লটেও তার গুলিতে চার জন ঘায়েল হয়, তাদের মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে। এরপর মার্কেটের ভিতরে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে আততায়ী। মার্কেটের সিকিউরিটি গার্ডেরও মৃত্যু হয়েছে। এই ঘটনায় ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। পরে অবশ্য ওই আততায়ী নিজেই আত্মসমর্পন করে।
চিন্তন শিবিরে আঞ্চলিক দল নিয়ে রাহুলের মন্তব্যে কংগ্রেসেই চিন্তার মেঘ