Latest News

Amazon Rainforest: আমাজনের গহীনে বৃষ্টির জল খেয়েই চার সপ্তাহ কাটাল একরত্তি দুই ভাই! ব্রাজিলে মিরাকেল

দ্য ওয়াল ব্যুরো: আমাজনের ঘন জঙ্গলে (Amazon Rainforest) হারিয়ে গিয়েছিল দুই একরত্তি শিশু। চার সপ্তাহ পর তাদের জীবিত অবস্থায় পাবেন, কেউ ভাবেননি। তবু মিরাকেল হল। অক্ষত অবস্থায় ঘন জঙ্গল থেকে উদ্ধার হল ৮ বছরের গ্লাউকো, ৬ বছরের গ্লেইসন। সামনে এল এই চার সপ্তাহ ধরে তাদের বেঁচে থাকার কাহিনিও।

অভিষেকের বাঁ চোখের নীচে অস্ত্রোপচারের ক্ষত, সোমবার হাজিরা দেবেন ইডি দফতরে

ব্রাজিলের আমাজন স্টেটসের মানিকোর এলাকা থেকে গত ১৮ ফেব্রুয়ারি নিখোঁজ হয়েছিল দুই শিশু। সূত্রের খবর, বাচ্চাদুটি জঙ্গলের ভিতর ছোটখাটো পাখি ধরতে গিয়েছিল। কিন্তু ফেরার পথ আর খুঁজে পায়নি। ঘন জঙ্গলের আরও গভীরে হারিয়ে যায় তারা।

amazon rainforest

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই চার সপ্তাহ ধরে ভয়ানক সে জঙ্গলে কোনও খাবার পায়নি দুই ভাই। সম্বল বলতে ছিল কেবল জল, বৃষ্টির জল। তাই খেয়েই ২৮ দিন ধরে বাঁচার লড়াই চালিয়ে গেছে তারা।

পৃথিবীর বৃহত্তম রেনফরেস্ট আমাজন। এই জঙ্গল এতটাই গভীর যে সূর্যের আলোও ঠিকমতো পৌঁছয় না। লম্বা লম্বা গাছ ঘন হয়ে দাঁড়িয়ে, চলার পথও মেলে না তার ভিতরে। আর আবহাওয়ার কারণেই আমাজনের রেনফরেস্টে বৃষ্টি পড়ে বারোমাস। উপরন্তু এখন আবার সেখানে বর্ষাকাল চলছে। এমন সময়ে জঙ্গলের মধ্যে হারিয়ে গিয়েছিল দুই শিশু। অবিশ্রান্ত বৃষ্টি পড়ছিল সেখানে। গাছের ফাঁকে ফাঁকে সেই বৃষ্টির জল খেয়েই দিন কাটিয়েছে একরত্তি দুজন।

দুই শিশু নিখোঁজ হওয়ার খবর পেয়ে বহু মানুষ তাদের খুঁজতে শুরু করে। এমনকি বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও এই কাজে লাগানো হয়, কিন্তু কোনও লাভ হয়নি। শেষ পর্যন্ত ২৪ তারিখ দুজনকে খুঁজে পাওয়ার আশা ছেড়ে দেন সকলে। তল্লাশি অভিযান স্থগিত করা হয়।

অবশেষে সপ্তাহ চারেক পর স্থানীয় কাঠুরেদের নজরে আসে দুজন। তারপর তাদের উদ্ধার করে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। ছেলেদের ফিরে পাবেন ভাবেননি দুই ভাইয়ের বাবা-মা। এমন মিরাকেল হতে দেখে স্তম্ভিত তাঁরাও।  

You might also like