Latest News

অমরনাথ বিপর্যয়ে আটকে বাংলার অনেকে, কন্ট্রোল রুম খুলল নবান্ন

দ্য ওয়াল ব্যুরো: অমরনাথে (Amarnath) মেঘ ভাঙা বৃষ্টিতে ভেসে গিয়েছে ২৫টি পুণ্যার্থী শিবির। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫। বাংলারও অনেকে আটকে রয়েছেন অমরনাথের বিপর্যস্ত জায়গায়। তাঁদের অনেককে আবার খুঁজেও পাওয়া যাচ্ছে না বলে খবর। এ হেন উদ্বেগজনক পরিস্থিতিতে কন্ট্রোল রুম খুলল নবান্ন।

এদিন টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাত জানিয়েছেন, সর্বোত ভাবে রাজ্য সরকার পাশে রয়েছে। নবান্নে ২৪ ঘণ্টার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখানকার নম্বর ০৩৩-২২১৪৩৫২৬। যে পরিবারের লোকজন অমরনাথ গিয়েছেন, যাঁদের সঙ্গে পরিবারের লোকজন যোগাযোগ করতে পারছেন না, তাঁদের কী অবস্থা, ইত্যাদি জানানো হবে কন্ট্রোল রুম থেকে।

শনিবার দুপুর পর্যন্ত জানা গিয়েছে, হাওড়ার একজই পরিবারের তিনজন, ধূপগুড়ির ছজন, উল্টোডাঙার চার জন লেকটাউনের ন’জন আটকে রয়েছেন অমরনাথে। এঁদের মধ্যে বেশ কয়েকজনের খোঁজ পাওয়া যাচ্ছে না। তারমধ্যেই খবর মিলেছে বারুইপুরের বাসিন্দা এমএসসি পড়ুয়া বর্ষা মুহুরি পরিবারের সঙ্গে অমরনাথ গিয়েছিলেন। সেখানে তাঁর মৃত্যু হয়েছে।

অমরনাথের মেঘ ভাঙা বৃষ্টিতে মৃত্যু বারুইপুরের বর্ষার! পরিবারজুড়ে হাহাকার

You might also like