
দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিয়া গেট! (india gate) নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে একটা প্রজ্জ্বলিত অগ্নিশিখা (flame) যা গত ৫ দশক ধরে ‘অমর জওয়ান জ্যোতি’ (amar jawan jyoti) হিসাবে জ্বলছে, ১৯৭১ এর ভারত-পাকিস্তান যুদ্ধে প্রাণ বলিদান করা দেশের বীর জওয়ানদের (jawans) প্রতি শ্রদ্ধাস্বরূপ (respect)। ‘অমর জওয়ান জ্যোতি’ মেমোরিয়ালে অগ্নিশিখার সামনে পাথরের বেদীতে রাইফেলধারী সেনা জওয়ান। ১৯৭২ সালের প্রজাতন্ত্র দিবসে তত্কালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নিজের হাতে সূচনা করা সেই অমর জওয়ান জ্যোতি শুক্রবার নিভিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। পাঁচ দশক পর নিভছে সেই জ্যোতি। সেটি মিশিয়ে দেওয়া হবে সেখান থেকে ৪০০ মিটার দূরে ২০১৯ এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধন করা ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে। অমর জওয়ান জ্যোতি মেমোরিয়ালের শিখার একাংশ মশালের মাধ্যমে সেখানে নিয়ে যাওয়া হবে। বেলা সাড়ে তিনটেয় ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফের প্রধান এয়ার মার্শাল বলভদ্র রাধাকৃষ্ণ এই মিলনপর্ব সম্পন্ন করবেন। তারপরই অমর জওয়ান জ্যোতির শিখা সম্পূর্ণ নিভিয়ে ফেলা হবে চিরতরে, ৫০ বছর ধরে বিরামহীন প্রজ্জ্বলনের পর।
बहुत दुख की बात है कि हमारे वीर जवानों के लिए जो अमर ज्योति जलती थी, उसे आज बुझा दिया जाएगा।
कुछ लोग देशप्रेम व बलिदान नहीं समझ सकते- कोई बात नहीं…
हम अपने सैनिकों के लिए अमर जवान ज्योति एक बार फिर जलाएँगे!— Rahul Gandhi (@RahulGandhi) January 21, 2022
জানাজানি হতেই সোস্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় উঠেছে। বিরোধী রাজনৈতিক শিবিরের নেতানেত্রীদের পাশাপাশি নিরাপত্তাবাহিনীর প্রবীণ প্রাক্তন অফিসাররাও অমর জওয়ান জ্যোতির শিখা নিভিয়ে ফেলার সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছেন।
History can’t be destroyed. #AmarJawanJyoti
— Major D P Singh (@MajDPSingh) January 21, 2022
রাহুল গান্ধী, শশী তারুর সহ অনেকে ট্যুইটে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। রাহুল লিখেছেন, এটা অত্যন্ত বেদনার। আমার বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধায় জ্বালানো অমর অগ্নিশিখা নিভিয়ে ফেলা হচ্ছে। কিছু লোক দেশপ্রেম, বলিদানের অর্থ বোঝে না। এতে কিছু আসে যায় না, আমরা ফের আমাদের জওয়ানদের জন্য অমর জওয়ান জ্যোতি জ্বালাব। তারুরের বক্তব্য, এই সরকারের গণতান্ত্রিক ঐতিহ্য, চলতি রীতি রেওয়াজের প্রতি কোনও শ্রদ্ধাই নেই, তা সে সংসদের ভিতরে বা বাইরে যেখানেই হোক। অমর জওয়ান জ্যোতির ৫০ বছরের পবিত্রতা মুছে ফেলা হচ্ছে।
Eternal Flame will be Extinguished Flame for sometime. How many more ideas & monuments we hold dear need to be reworked to make way for a ‘New India’?
Sad & Anguished. #AmarJawanJyotiPS : Spare me gyaan on merging it with another flame at War Memorial. Why can’t we keep both?
— Priyanka Chaturvedi🇮🇳 (@priyankac19) January 21, 2022
যদিও সরকারি সূত্রের দাবি, এতদিন দেশের জন্য নানা যুদ্ধ, লড়াইয়ে জীবন দেওয়া সব সেনা জওয়ানকে শ্রদ্ধা জানানোর জন্য কোনও স্মারক ছিল না, তাই ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল গড়া হয়েছে, যেখানে ২৬ হাজারের বেশি ভারতীয় জওয়ানের নাম রয়েছে। সেজন্যই অমর জওয়ান জ্যোতির শিখা সেখানে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত। কেন্দ্রের দাবি, এনিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। অমর জওয়ান জ্যোতি নিভিয়ে দেওয়া হচ্ছে না, তা ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের শিখায় মিশিয়ে দেওয়া হচ্ছে।