
পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নাইয়ের আপত্তির পরই বোর্ডের তরফে এই বিষয়ে সাফ বক্তব্য জানানো হয়। অভিযোগ ছিল, সিবিএসই মূল বিষয় থেকে পাঞ্জাবি ভাষাকে ব্রাত্য করা হচ্ছে। টুইট করে চান্নাই জানিয়েছিলেন, ‘পাঞ্জাবি ভাষাকে মূল কোর্স থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তর প্রতিবাদ জানাই। এটি সংবিধানের ফেডারেল ধারা খর্ব করে। পাশাপাশি তরুণ পাঞ্জাবিদের মাতৃভাষার অধিকার নষ্ট করে।’
এরপরই সিবিএসই বোর্ডের তরফে বিষয়টি পরিস্কার করে জানানো হয়। বলা হয়, বিষয়ের বিভাজন পুরোটাই প্রথম বোর্ড পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের সংখ্যার ওপর ভিত্তি করে করা হয়েছে। যা কখনই মেজর ও মাইনর বিষয়ের ওপর প্রভাব ফেলবে না।
আরও পড়ুনঃ যাদবপুরের মুকুটে নয়া পালক, বিশ্ব সেরা বিজ্ঞানীর তালিকায় বিশ্ববিদ্যালয়ের ২৯ শিক্ষক
আরও বলা হয়, প্রতিটি বিষয়ই শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত জরুরি। সেখানে পাঞ্জাবি ভাষা অন্যতম গুরুত্বপূর্ণ একটি ভাষা। দেশের সমস্যার আঞ্চলিক ভাষাকেই মাইনর বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৮ তারিখ বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়। তবে উল্লেখযোগ্যভাবে, বোর্ডের সব পরীক্ষায় অফলাইনে হবে। অর্থাৎ পরীক্ষার্থীকে কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে হবে। প্রথম দফার পরীক্ষা নভেম্বর-ডিসেম্বর এবং দ্বিতীয় দফার পরীক্ষা মার্চ-এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে।