Latest News

আলিয়া মজেছেন অন্য রণবীরে, ওদিকে কাপুরের সঙ্গী অন্য কাপুর!

দ্য ওয়াল ব্যুরো:  মা হতে চলেছেন আলিয়া ভাট (Alia Bhat)। সেই চর্চায় এখনও বি-টাউনে কান পাতা দায়। কিন্তু এসব চর্চা থেকে আলিয়া নিজে এখন অনেক দূরে। তিনি ঘুরছেন এক অন্য রণবীরের (Ranbir Sing) সঙ্গে। কাপুর (Ranbir Kapoor) নয়, রণবীর সিংয়ের সঙ্গে বিদেশে ছুটি কাটাচ্ছেন তিনি।

ওদিকে, আলিয়ার রণবীরও চুপ করে বসে নেই। তিনি ঘুরছেন আরেক কাপুরের সঙ্গে। মরিশাসে তাঁর সঙ্গী শ্রদ্ধা কাপুর।

আলিয়া-রণবীর কিছুদিন আগেই ঘোষণা করেছেন তাঁদের সন্তান আসছে শিগগিরই। আর এর মধ্যেই রণবীর কাপুরের স্ত্রী আলিয়া ভাট ঘুরছেন রণবীর সিংয়ের সঙ্গে। ইনস্টাগ্রামের একটি ছবিতে দেখা যাচ্ছে চোখে বড় ফ্রেমের সানগ্লাস পরে ফাঙ্কি লুকে তাকিয়ে আছেন আলিয়া-রণবীর। নিজের রণবীরকে ছেড়ে দীপিকার রণবীরকে নিয়ে টানাটানি করছেন আলিয়া ভাট!

এই মুহূর্তে করণ জোহরও নেই মুম্বইতে। তাই অনেকেই ভেবেছিলেন ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-র বাকি থাকা অংশের শ্যুট হতে চলেছে লন্ডনে। কিন্তু সূত্রের খবর, করণ জোহর আগামীকাল অর্থাৎ ২ জুলাই ফিরে আসছেন মুম্বই। এরপরেই তিনি রওনা দেবেন অস্ট্রিয়ার উদ্দেশে। আলিয়া ও রণবীর সিং লন্ডন থেকেই অস্ট্রিয়া যাচ্ছেন কি না সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। তবে ইতিমধ্যে ছবির কলাকুশলীরা পৌঁছে গিয়েছেন অস্ট্রিয়া।

‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ (Rockey Aur Rani Ki Prem Kahani) ছবির শুটিং করা হয়েছে মূলত দিল্লিতে। এতে প্রধান ভূমিকায় রয়েছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন এবং শাবানা আজমি। ছবিটি পরিচালনা করছেন করণ জোহর।

অন্যদিকে দেখা যাচ্ছে, রনবীর কাপুর শামশেরার (Shamshera) জন্য প্রচার চালাতে চালাতেই তাঁর পরবর্তী সিনেমার শ্যুটিংয়ের জন্য পৌঁছে গিয়েছেন মরিশাস। রনবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর এই মুহূর্তে রয়েছেন কোনও বিদেশি ঠিকানায়। জানা গেছে, রনবীর ও শ্রদ্ধা জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত মরিশাসে শুটিং করবেন, তারপরে রণবীর চলে যাবেন শামশেরার প্রচারে। 

 রণবীর কাপুর,  শ্রদ্ধা কাপুর অভিনীত লভ রঞ্জনের পরবর্তী ছবি ২০২৩ এর ৮ই মার্চ, হোলির দিন মুক্তি পেতে চলেছে সিনেমা হলে!” এই ছবির প্রযোজনা করছেন লভ রঞ্জন ও অঙ্কুর গর্গ এবং ছবিটি উপস্থাপন করছেন গুলশান কুমার ও ভূষণ কুমার।  

রণবীরের হাতে এখন অনেক কাজ। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ‘শামশেরা’র ট্রেলার। এই ছবিতে যোদ্ধার রূপে দেখা যাবে রণবীর কাপুরকে। তাঁর বিপরীতে ভিলেন সঞ্জয় দত্ত। এছাড়া শিগগিরই মুক্তি পেতে চলেছে রণবীরের ‘ব্রহ্মাস্ত্র’। সেখানে স্ত্রী আলিয়া ভাটের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। শামশেরা মুক্তি পেতে চলেছে আগামী ২২ জুলাই, আর ব্রহ্মাস্ত্র বড় পর্দায় আসতে চলেছে আগামী ৯ সেপ্টেম্বর।

পরম-স্বস্তিকা ফের জুটি বাঁধছেন, রাজনৈতিক থ্রিলারে ফুটে উঠবেন জ্যোতিবাবু-সুলতানরা

You might also like