
দ্য ওয়াল ব্যুরো: ইডেনে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচের প্রথমদিন বাংলা চালকের আসনে। গ্যালারিতে সৌরভ গঙ্গোপাধ্যায় ছিলেন মঙ্গলবার। আইপিএলের জন্য প্রতিভা অম্বেষণের লক্ষ্যে মহারাজ ভরদুপুরে খেলা দেখতে হাজির।
এদিন প্রাক্তন বোর্ড প্রেসিডেন্টের নজর কেড়ে নিলেন বাংলার পেসার আকাশদীপ সিং (Akashdeep Singh)। তিনি চার উইকেট নিলেন ঝাড়খন্ডের বিপক্ষে। মূলত আকাশ দীপ ও মুকেশ কুমারের দুরন্ত বোলিংয়ের সামনে নাস্তানাবুদ প্রতিপক্ষ ঝাড়খন্ড। প্রথম দিনেই ১৭৩ রানে অল আউট হয়ে যায়।
মঙ্গলবার ইডেনে টস জিতে ঝাড়খন্ডকে ব্যাটিং করতে পাঠান বাংলা অধিনায়ক মনোজ তিওয়ারি। ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মধ্যে পড়েন ঝাড়খন্ডের ব্যাটাররা। দলের ৬১ রানেই ৪ উইকেটে হারায়। বাংলার বোলারদের সঙ্গে একমাত্র লড়াই করে গেলেন কুমার সুরজ। ১৭৫ বলে অপরাজিত ৮৯ রান করেন।
আকাশ দীপ ৪টি, মুকেশ ৩টি উইকেট নিয়ে খেলার মোড় ঘুরিয়ে দিয়েছেন। ঈশান পোড়েল ও আকাশ ঘটক একটি করে উইকেট নিয়েছেন।