
দ্য ওয়াল ব্যুরো : ওড়ার ২৭ মিনিটের মধ্যে মুম্বই বিমান বন্দরে ফিরে এল এয়ার ইন্ডিয়ার (Air India) বিমান। মাঝ আকাশে বিমানের একটি ইঞ্জিন বিকল হয়ে যায়। বাধ্য হয়ে জরুরি অবতরণ করেন পাইলট। এয়ার ইন্ডিয়ার (Air India) মুখপাত্র জানিয়েছেন, বিমানটি বেঙ্গালুরুতে যাচ্ছিল। যাত্রীদের অন্য বিমানে গন্তব্যস্থলে পাঠানো হয়েছে।
অসামরিক বিমান চলাচল দফতরের ডায়রেক্টর জেনারেল ওই ঘটনা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। এদিন সকাল ন’টা বেজে ৪৩ মিনিটে এ থ্রি নিও বিমানটি ছত্রপতি শিবাজি বিমান বন্দর থেকে উড়ে যায়। একটি ইঞ্জিন বন্ধ হওয়ার পরে বিমানটি ফিরে আসে ১০ টা বেজে ১০ মিনিটে।
এয়ার ইন্ডিয়ার (Air India) মুখপাত্র বলেন, আমাদের সংস্থা যাত্রী ও বিমানকর্মীদের নিরাপত্তার ওপরে সর্বাধিক গুরুত্ব দেয়। আমাদের ইঞ্জিনিয়াররা খতিয়ে দেখছেন, কেন বিমানটির একটি ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছিল।
আরও পড়ুন : পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তির হিসাব চাইল কলকাতা হাইকোর্ট, ফের জেরা শিগগির