
দ্য ওয়াল ব্যুরো: আজ থেকে অগ্নিবীরের (Agniveer) অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতীয় নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে অগ্নিবীর নিয়োগ ২০২২ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নেভি অগ্নিবীর এমআর আবেদনের জন্য, মোট ২০০টি শূন্যপদ রয়েছে। যার মধ্যে মহিলা প্রার্থীদের জন্য ৪০টি শূন্যপদ। এমআর স্টুয়ার্ট, এমআর শেফ এবং এমআর হাইজিনিস্ট।
ক্লাস টেন পাশ অবিবাহিত পুরুষ এবং মহিলারা আবেদন করতে পারবেন(Agniveer)। তবে যারা ১ ডিসেম্বর, ১৯৯৯ থেকে ৩১ মে, ২০০৫ এর মধ্যে জন্মেছেন, তাঁরাই আবেদন করতে পারবেন। লিখিত পরীক্ষা হবে অক্টোবর মাসে। ওই ওয়েবসাইটেই পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।
আবেদনের জন্য joinindiannavy.gov.in এই ওয়েবসাইট খুলুন। তারপর নেভি অগ্নিবীর (Agniveer)এমআর লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর রেজিস্ট্রেশন। লগইন করে ফি দেওয়ার জন্য সাবমিটে ক্লিক করতে হবে। প্রার্থীদের ভবিষ্যতে রেফারেন্সের জন্য একটি কপি ডাউনলোড করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদন করার শেষ তারিখ ৩০ জুলাই।
কারা সুযোগ পাবেন—
যোগ্যতা পরীক্ষায় (Agniveer) (দশম শ্রেণি) প্রাপ্ত মোট শতাংশের ভিত্তিতে প্রার্থীদের বাছাই প্রক্রিয়া শুরু হবে। তারপর তালিকাভুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং পিএফটি-র জন্য কল লেটার দেওয়া হবে। শারীরিক যোগ্যতা পরীক্ষা ও লিখিত পরীক্ষার ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে।