Latest News

নাড্ডার উনিশে আরামবাগের সভা বাতিল, যাবেন শুধু কৃষ্ণনগর, ক্ষোভ হুগলি বিজেপিতে

দ্য ওয়াল ব্যুরো: বিজেপির (BJP) বর্তমান ও প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) ও অমিত শাহের আজ ও আগামীকাল বাংলায় সভা করার কথা ছিল। তালিকায় ছিল আরামবাগ (Arambag) এবং কৃষ্ণনগর। কিন্তু দিল্লিতে দলের জাতীয় কর্মসমিতির বৈঠক থাকায় দু’জনের সফর আগেই বাতিল হয়েছিল। এবার আগামী ১৯ জানুয়ারি, বৃহস্পতিবার জেপি নাড্ডার আরামবাগ সফর ফের বাতিল হল। তিনি অবশ্য ওই দিন কৃষ্ণনগরে সভা করবেন। আর অমিত শাহ এই সপ্তাহে আসছেন না।

বাংলায় বিজেপি গতবার যে ২৪টি আসনে জয় হাসিল করতে পারেনি তারমধ্যে আরামবাগ ও কৃষ্ণনগর আছে। দলের সর্বভারতীয় নেতৃত্ব সিদ্ধান্ত করেছেন, ছয় মাসের মধ্যে বাকি ২২ আসনেও শাহ এবং নাড্ডা পালা করে যাবেন। করা হবে বড় সমাবেশ।

নাড্ডার সফরসূচি থেকে শেষ পর্যন্ত আরামবাগ বাদ পড়ল কেন? জানা যাচ্ছে বিজেপি সভাপতির নিরাপত্তা অফিসারেরা আপত্তি তুলেছেন। নাড্ডা ওই দিন কলকাতা বিমানবন্দর থেকে কপ্টারে প্রথমে কৃষ্ণনগর যাবেন। সেখানে বেলা ১২’টা থেকে সভা। সেই সভা শেষ করে মধ্যাহ্ন ভোজ সেরে তাঁর আরামবাগে পৌঁছনোর কথা ছিল বেলা আড়াইটেয়।

বিজেপি সভাপতি জেড প্লাস ক্যাটিগরির নিরাপত্তা পান। তাঁর নিরাপত্তা আধিকারিকদের বক্তব্য, আরামবাগের সভা শেষ করে তাঁর কপ্টার কলকাতা বিমান বন্দরের দিকে ওড়ার সময় আলো কমে যাবে। এই সময় কপ্টারে চড়া ঝুঁকিপূর্ণ হয়ে যাবে।

নিরাপত্তার কারণে সভা বাতিল হলেও হুগলি বিজেপির নেতারা অসন্তুষ্ট। তাঁদের বক্তব্য অল্প সময়ের ব্যবধানে দু’বার সভা বাতিল হল। এটা দুর্ভাগ্যের। এতে দলের কর্মী-সমর্থকদের মধ্যে ভূল বার্তা যাচ্ছে।

রাজ্য নেতৃত্বের ব্যাখ্যা, দলের কাছে আরামবাগের তুলনায় কৃষ্ণনগর কঠিন আসন। তাই নাড্ডার সভা প্রথমে সেখানে রাখা হয়েছে। পরেরবার তাঁকে প্রথমে আরামবাগে নিয়ে যাওয়া হবে।

রাজস্থানে কংগ্রেসের বিবাদে এবার ‘একলা চলো’, আজ থেকে পথে পাইলট, পাল্টা গেহলটেরও

You might also like