
দ্য ওয়াল ব্যুরো: ফের বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে বিক্ষোভ (agitation)! রাগে ফেটে পড়লেন প্রেমিকা। কোচবিহার জেলার বক্সিরহাট থানার ছোট লাউকুঠি প্রেমিকের বাড়ির সামনে চিৎকার চেঁচামেচি শুরু করেন তিনি। যুবকের পরিবারের লোকজন ওই তরুণীকে স্বীকৃতি দিতে অস্বীকার করায় চরম উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। তরুণী বাড়িতে ঢোকার চেষ্টা করলে তাঁকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে যুবকের বাড়ির লোকজন। হুড়োহুড়িতে হাতে চোটও পান ওই তরুণী। ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট থানার পুলিশ।
ওই তরুণীর দাবি, দু’বছর আগেও ওই যুবকের সঙ্গে পালিয়ে বিয়ে করেছিলেন। তখন তিনি নাবালিকা ছিলেন। স্থানীয় প্রশাসনের চাপে শেষে হোমে যেতে হয় তাঁকে। এখন তিনি সাবালক কিন্তু ওই যুবকের অন্য জায়গায় বিয়ে ঠিক করছে তাঁর পরিবার। তাই বিয়ের দাবিতে যুবকের বাড়িতে ঢুকতে গেলে পরিবারের লোকজন তাঁকে বেধড়ক মারধর করে।
কোচবিহারে কাজের লোভ দেখিয়ে তিন দিন ধরে গণধর্ষণ মহিলাকে, বিক্রি করারও চেষ্টা
যুবকের মায়ের দাবি, তরুণীর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তার ছেলে প্রায় ছ’মাস ধরে ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন। তার ছেলের সঙ্গে ওই মেয়ের কোনরকম সম্পর্ক নেই। তাদের বদনাম রটানোর চেষ্টা করছেন ওই তরুণী।
তবে স্থানীয় বাসিন্দা সহ ও গ্রাম পঞ্চায়েত সদস্য বলেন, ওই মেয়েটির সঙ্গে যুবকের দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্ক রয়েছে, কেন যুবকের পরিবারের লোকজন এরকম করছে তাদের জানা নেই। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তরুণীর পাশে দাঁড়িয়েছেন এলাকাবাসী।