Latest News

অর্জুন সিংয়ের বাড়ির কাছে ফের বোমাবাজি, এলাকায় আতঙ্ক

দ্য ওয়াল ব্যুরো: দিন কয়েক আগেই ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের (Arjun Singh) জগদ্দলের বাড়ির সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই রেশ কাটতে না কাটতেই ফের আবার এদিন বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল সাংসদের বাড়ির পেছনে। নিরাপত্তার ঘেরা চাদরের মধ্যে বারবার এমন ঘটনা ঘটায় প্রশ্ন উঠছে।

মঙ্গলবার সকালে অর্জুন সিংয়ের জগদ্দলের বাড়ির পেছনে পরপর দুটি বোমা বিস্ফোরণ ঘটে। কে বা কারা এই বোমা বিস্ফোরণে ঘটালো তা জানা যায়নি। উল্লেখ্য, গত ৮ তারিখ একই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। কেন্দ্রীয় নিরাপত্তার মধ্যেও কিভাবে এমন ঘটনা ঘটেছিল সেই নিয়ে প্রশ্ন উঠেছিল। গতকালই জাতীয় তদন্তকারী দলের ঘটনার তদন্তের দায়িত্বভার যায়। আর তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।

আরও পড়ুন: শুভেন্দু ঘনিষ্ঠ শ্যামলের আদালতে স্বস্তি, রক্ষাকবচ দিল হাইকোর্ট

৮ তারিখের পর পুলিশের তরফে অর্জুন সিংয়ের বাড়ির চারিদিকে নিরাপত্তা বাড়ানো হয়। অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা বসানো হয়। কিন্তু তারপরও এমন ঘটনা ঘটায় প্রশ্ন উঠছে। পুলিশ-প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন অর্জুন পুত্র পবন সিং।

সরকারের মদতেই এমন ঘটনা ঘটছে বলেও অভিযোগ তাঁর। তিনি বলেন, “এলাকায় ভালো কাজ হচ্ছে বলে ভয় পেয়ে এমন কাণ্ড ঘটনানো হচ্ছে বারবার। সরকারের মদত না থাকলে তা সম্ভব নয়। সিসিটিভি যেখানে লাগানো সেখানে ঘটনা ঘটছে না। আশা করছি এনআইএ ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তি দেবে।”

পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা ‘সুখপাঠ’

You might also like