Latest News

‘চুরি করে মজা হল’ ফোনে মেসেজ পাঠাল চোর! তাজ্জব আসানসোলের পুলিশ

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: চুরি করার পর হোয়াটস অ্যাপে (whatsapp) মেসেজ পাঠিয়ে হুমকি দিচ্ছে চোর! (thief) এমনকী চ্যালেঞ্জ করছে কোনওভাবেই তার ফোন নম্বর ট্র্যাক করা যাবে না। চোরের এমন দুঃসাহসিক কাণ্ডে ঘুম ছুটেছে হীরাপুর থানার পুলিশের।

ওই থানাএলাকায় সূর্যনগর বাসস্ট্যান্ডের কাছেই বাড়ি রয়েছে রাজেশ গুপ্তার। তিনি পরিবহণ ব্যবসায়ী (businessman)। তাঁর অভিযোগ, গত ২৪ জানুয়ারি দুপুরে তাঁরা সপরিবারে এক আত্মীয়ের বিয়েতে গিয়েছিলেন। সেদিন দুপুরে তাঁদের বাড়িতে কয়েকলক্ষ টাকার চুরি হয়। ওইদিন রাতেই একটি অপরিচিত নম্বর থেকে রাজেশের হোয়াটস অ্যাপ নম্বরে মেসেজ আসে, সেখানে লেখা ‘ চুরি করে মজা হল। ভালই মাল পেয়েছি। ছয় লাখ টাকার।’ তার পর আবারও মেসেজ করে বলা হয় ‘তুই নম্বরটা ট্র্যাক করতে পারবি না। আমি তোর পুরো অটোবায়োগ্রাফি জানি। ‘ এই ধরণের মেসেজ পেয়ে রীতিমতো আতঙ্কিত রাজেশ ও তাঁর পরিবার। তড়িঘড়ি তাঁরা হিরাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

এই ঘটনা প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানান, একটি বিশেষ ধরনের অ্যাপ লোড করে তার মাধ্যমে মেসেজ পাঠানো হচ্ছে বলে অনুমান। তাই ইতিমধ্যেই হোয়াটস অ্যাপ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন আসানসোল সাইবার থানার পুলিশ। তদন্তকারীদের ধারণা, রাজেশের পরিচিতদের মধ্যে কেউ এই চুরির ঘটনার সঙ্গে জড়িত।

১৮৯ জন টেট পড়ুয়াকে দরকারে কালাপানি পাঠাব, মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

You might also like