Latest News

জ্ঞান হারিয়ে রাস্তার ধারে লুটিয়ে পড়লেন মহিলা, প্রাণ বাঁচাল পোষা কুকুর

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবারের ঘটনা। কানাডার ওটাওয়ায় রোদঝলমলে সকাল। বাড়ির পোষা কুকুরটিকে নিয়ে রোজকার মতোই হাঁটতে বেরিয়েছিলেন হ্যালে মুর। কিন্তু এরপরেই বিপত্তি। হঠাৎ করে খিঁচুনি আর তারপর মাথা ঘুরে অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মুর।

সাতসকালে চারিদিকে তেমন কর্মব্যস্ততা না থাকায় কেউই ঘটনাটি খেয়াল করেনি। বেশিক্ষণ দেরি হলে ঘটে যেতে পারত বিপদ। কিন্তু তখনই এগিয়ে আসে মুরের সঙ্গী কুকুরটি। মালকিনকে ফেলে রেখে পালিয়ে না গিয়ে অদ্ভুত বিচক্ষণতার পরিচয় দেয়। মুরকে পড়ে যেতে দেখে বিপদ আঁচ করতে দেরি করেনি সে। প্রথমেই একছুটে রাস্তায় পৌঁছে যায় কুকুরটি। তারপর ছুটন্ত গাড়ি থামানোর প্রাণপণ চেষ্টা শুরু করে সে। প্রথমটায় কোনও চালকই বিষয়টাতে তেমন গা করছিলেন না। পাশ কাটিয়ে হুশ হাশ বেরিয়ে যাচ্ছিল চলন্ত গাড়ির স্রোত। কিন্তু প্রভুভক্ত কুকুরটি হাল ছাড়েনি।

রাস্তার মধ্যিখানে দাঁড়িয়ে সে অনবরত ডেকেই চলে। বেশ খানিক্ষণ এভাবে চলার পর অবশেষে শিকে ছেঁড়ে। গলায় চেনবাঁধা পোষা কুকুরকে এই চেহারায় দেখে ব্রেক কষে দাঁড়ান এক ট্রাক ড্রাইভার। বিপদ আশঙ্কা করে নেমে আসেন তিনি। আর নেমে আসতেই রাস্তার ধারে সংজ্ঞাহীন মুরের দেহ তাঁর নজরে আসে। উদ্ধারের পর হ্যালে মুরকে হাসপাতালে ভরতি করা হয়। আপাতত সুস্থ আছেন তিনি। তবে ঠিক কী কারণে হঠাৎ করে খিঁচুনি দেখা দিল, সেই নিয়ে খোদ মুরও ধন্দে রয়েছেন।

অন্যদিকে গোটা ঘটনার ছবি রাস্তার ধারে এক ভদ্রলোকের বাড়ির সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। নিজের জীবন বিপন্ন করে কুকুরটি যেভাবে মনিবকে বাঁচাতে এগিয়ে গিয়েছে, তা নিয়ে নেটদুনিয়া আলোচনায় সরগরম। স্বয়ং ট্রাক ড্রাইভারের গলাতেও শোনা গিয়েছে প্রশংসার সুর। তিনি বলেন, “আমি তো অবাক! কুকুরটি প্রথমে আমার রস্তা আটকে দাঁড়ায়। তারপর যতক্ষণ সে ডেকে চলেছিল, ঠিক ততক্ষণ তার নজর ছিল মুরের দিকে। এতটুকু সময়ের জন্যও সে তাঁর থেকে চোখ সরায়নি।’’

You might also like