
গত ৩ নভেম্বর ভারত বায়োটেকের তৈরি করোনা টিকার ছাড়পত্র দেয় হু। সেই সিদ্ধান্ত সামনে আসতেই বিদেশের মাটিতে কোভ্যাকসিন প্রাপকদের রাস্তা আরও সহজ হয়েছে। বাইডেন সরকার আগেই মার্কিন মুলুকে ঢোকার অনুমতি দিয়েছিল, এবার অনুমতি পাওয়া গেল ব্রিটেন সরকারে থেকে।
শুধু কোভ্যাকসিন নয়, চিনের তৈরি আরও দুই ভ্যাকসিনের ক্ষেত্রেও একই নির্দেশ জারি করেছে ব্রিটেন সরকার। বলা হয়েছে, হু-এর মান্যতা দেওয়া করোনা টিকার মধ্যে ভারতের কোভ্যাকসিন, চিনের সিনোভেক ও সিনোফার্ম আছে। তাই এই সব ভ্যাকসিন প্রাপকদের দেশের মধ্যে যাওয়া আসার অনুমতি দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: ভোপালের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু ৪ শিশুর
আগামী ২২ নভেম্বর থেকে এই নতুন নিয়ম লাগু হবে। ভারত, আরব আমিরশাহী, মালয়েশিয়ার থেকে আসা মানুষেরা এবার সহজেই যেতে পারবে ব্রিটেন। থাকবে না আর কোনও বিধিনিষেধ। এমনকি, ব্রিটেনের পরিবহন মন্ত্রণালয়ের থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ ভ্যাকসিন নেওয়া থাকলে প্ৰয়োজন নেই সেলফ কোয়ারিন্টিনও।
প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছাড়পত্র না মেলায় কোভ্যাকসিন টিকা নিয়ে বিদেশে সমস্যায় পড়তে হচ্ছিল ভারতীয়দের। কোয়ারিন্টিনে থাকতে বাধ্য করা হচ্ছিল তাঁদের। সেই অসুবিধাই কাটল।