
ভারতীয় তেল সংস্থা আইওসিএল-এর তরফে জানানো হয়েছে, এদিন দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম ১০১.১৯ টাকা এবং ডিজেল ৮৮.৮২ টাকা প্রতি লিটার রয়েছে ৷ আগামী দিনে তেলের দাম কমার সম্ভাবনা রয়েছে ৷
কলকাতায় ৫ দিন বন্ধ মদের দোকান, পানশালা! কোন কোন দিন, জেনে নিন
গত শুক্রবারই জিএসটি কাউন্সিলের এক গুরুত্বপূর্ণ বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়ার পরে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, পেট্রোল ও ডিজেলকে জিএসটি-র আওতায় আনা যাবে না এখনই৷ রাজস্ব সংক্রান্ত একাধিক বিষয়ে খতিয়ে দেখতে হবে এ জন্য।
আজ দেশের কোন শহরে পেট্রোল ও ডিজেলের দাম কত?
- দিল্লি: পেট্রোল ১০১.১৯ টাকা, ডিজেল ৮৮.৮২ টাকা
- মুম্বই: পেট্রোল ১০৭.২৬ টাকা, ডিজেল ৯৬.১৯ টাকা
- চেন্নাই: পেট্রোল ৯৮.৯৬ টাকা, ডিজেল ৯৩.২৬ টাকা
- কলকাতা: পেট্রোল ১০১.৭২ টাকা, ডিজেল ৯১.৮৪ টাকা
- নয়ডা: পেট্রোল ৯৮.৫২ টাকা, ডিজেল ৮৯.২১ টাকা
- জয়পুর: পেট্রোল ১০৮.১৭ টাকা, ডিজেল ৯৭.৭৬ টাকা
- ভোপাল: পেট্রোল ১০৯.৬৩ টাকা, ডিজেল ৯৭.৪৩ টাকা
- বেঙ্গালুরু: পেট্রোল ১০৪.৭০ টাকা, ডিজেল ৯৪.০৪ টাকা
- লখনউ: পেট্রোল ৯৮.৩০ টাকা, ডিজেল ৮৯.০২ টাকা