
তাঁর নাম মেলহিগ মেলহিগ। প্রথমবার লটারি জিতে তিনি স্ত্রী-সন্তানের জন্য একটি বাড়ি কিনেছেন। দ্বিতীয়বারের অর্থ দিয়ে কিনবেন একটা ব্যবসা। তিনি গাড়ি সাফাই অথবা গ্যাস স্টেশনের ব্যবসা কেনার চেষ্টায় আছেন। সেই সঙ্গে নতুন করে স্কুলে যাওয়া শুরু করবেন।
মেলহিগ যাদের টিকিট কিনেছিলেন, সেই ওয়েস্ট কানাডা লটারি কর্পোরেশনের কর্তারা জানিয়েছেন, প্রথমবার ন’লক্ষ লোক টিকিট কিনেছিল। তার মধ্যে মেলহিগের টিকিটই পুরস্কার পেয়েছে। দ্বিতীয়বার লটারির টিকিট কেটেছিল ১৩ লক্ষ। সেবারও মেলহিগের টিকিটের নম্বরটাই লটারিতে উঠেছে।