Latest News

পাঁচ মাসে দু’বার লটারিতে ফার্স্ট প্রাইজ

দ্য ওয়াল ব্যুরো : দু’বছর আগে আফ্রিকা মহাদেশের কোনও গরিব দেশ থেকে কানাডায় পাড়ি দিয়েছিলেন ২৬ বছরের এক যুবক। সঙ্গে ছিল স্ত্রী-পুত্র। থাকতেন উইনিপেগ এলাকায়। গত এপ্রিলে নেহাৎ খেয়ালের বশে কিনে ফেলেছিলেন লটারির টিকিট। তাতেই মিলল জ্যাকপট। পুরস্কারের মূল্য ১৫ লক্ষ ডলার। অগাস্টে ফের লটারিতে জিতেছেন ২ লক্ষ ডলার। লটারির ইতিহাসে কেউ একই বছরে দু’বার প্রথম পুরস্কার পেয়েছেন কিনা মনে করতে পারছে না কেউ।  এত অর্থ নিয়ে কী করবেন জানতে চাইলে লটারি বিজেতা বলেছেন, ভালো করে ইংরেজি শিখব।

তাঁর নাম মেলহিগ মেলহিগ। প্রথমবার লটারি জিতে তিনি স্ত্রী-সন্তানের জন্য একটি বাড়ি কিনেছেন। দ্বিতীয়বারের অর্থ দিয়ে কিনবেন একটা ব্যবসা। তিনি গাড়ি সাফাই অথবা গ্যাস স্টেশনের ব্যবসা কেনার চেষ্টায় আছেন। সেই সঙ্গে নতুন করে স্কুলে যাওয়া শুরু করবেন।

মেলহিগ যাদের টিকিট কিনেছিলেন, সেই ওয়েস্ট কানাডা লটারি কর্পোরেশনের কর্তারা জানিয়েছেন, প্রথমবার ন’লক্ষ লোক টিকিট কিনেছিল। তার মধ্যে মেলহিগের টিকিটই পুরস্কার পেয়েছে। দ্বিতীয়বার লটারির টিকিট কেটেছিল ১৩ লক্ষ।  সেবারও মেলহিগের টিকিটের নম্বরটাই লটারিতে উঠেছে।

You might also like