Latest News

ঢাকার মাঠে সিগারেট টেনে বিতর্কে শেহজাদ, নিষেধ শুনলেন না কোচেরও

দ্য ওয়াল ব্যুরো: একবার শ্যেন ওয়ার্ন এমনটি করেছিলেন, সেই নিয়ে বিতর্ক হয়েছিল। এবার করলেন মহম্মদ শেহজাদ। তিনি মাঠে দাঁড়িয়ে সিগারেট খেয়ে প্রকাশ্যে ধোঁয়া ছাড়লেন। সেই নিয়ে ঢাকার মিরপুর স্টেডিয়ামে বিতর্ক হয়েছে। শুক্রবার সারাদিন ধরে চলেছে বৃষ্টি, খেলা ছিল বরিশাল ফুরচুন ও সিলেট সানরাইজার্সের মধ্যে বিপিএলের ম্যাচ।

বিকেলে বৃষ্টি থামায় দুই দলের কয়েকজন ক্রিকেটারও ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসেন। এমন সময় সবার চোখ আটকে যায় ব্যাটসম্যান মহম্মদ শেহজাদের দিকে। তিনি প্রকাশ্যে সিগারেট টানছিলেন, সেইসময় শেহজাদের পাশে ছিলেন তাঁর স্বদেশি ক্রিকেটার করিম জানাত ও ফজল হক ফারুকি।

শেহজাদের বিষয়টি ঢাকার মিডিয়া ম্যানেজারের চোখে পড়ে। তিনি এগিয়ে গিয়ে বারণ করতেও ওই ক্রিকেটারের কোনও হেলদোল ছিল না। এরপর শেহজাদকে থামাতে এগিয়ে যান ঢাকার কোচ মিজানুর রহমানও।

ঢাকার আরেক অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল এসে শেহজাদকে ধূমপান করা থেকে বিরত রাখেন। এ সময় মিজানুর ও তামিম মিলে শেহজাদকে ড্রেসিংরুমে নিয়ে যান। বিষয়টি যে শেহজাদের ভাল লাগেনি, সেটি তাঁকে দেখে পরিষ্কার বোঝা গিয়েছে।

আফগান ক্রিকেটারের এমন কাণ্ডে সতীর্থরাও অবাক হয়ে গিয়েছেন। বিপিএলের টেকনিক্যাল কমিটির কনভেনর রকিবুল হাসান এক বিবৃতিতে বলেছেন, ‘‘এটি একেবারেই ক্রিকেট আইনের পরিপন্থি, কেউ এই দৃশ্য ভালমতন নেবে না। এটা জানা উচিত ছিল ওই ক্রিকেটারের। আমরা আইনের ধারা অনুযায়ী ব্যবস্থা নেব।’’

You might also like