
দ্য ওয়াল ব্যুরো: প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান (Afghanistan)! বুধবার সকালে আচমকা ভূমিকম্প শুরু হয় আফগান মুকুলে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। সাংঘাতিক সেই বিপর্যয়ে অন্তত ২৫৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সে দেশের বিপর্যয় মোকাবিলা দফতর।
মূলত দেশের পূর্বদিকে কম্পন অনুভূত হয় বুধবার ভোরবেলা। পক্তিকা প্রদেশে কম্পনের ব্যাপকতা এতটাই ছিল সে সেখানেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। লন্ডভন্ড হয়ে গেছে চারদিক। বহু ঘর বাড়ি ভেঙে পড়েছে। কম্পন অনুভূত হয়েছে পাকিস্তানের কিছু অংশেও।
জানা গেছে শুধুমাত্র পক্তিকা প্রদেশ থেকেই শতাধিক মানুষ মারা গেছেন ভূকম্পের ধাক্কায়। আহত হয়েছেন ২৫০-র বেশি মানুষ। আফগানিস্তানের তালিবান প্রশাসনের বিপর্যয় মোকাবিলা বিভাগের প্রধান মহম্মদ নাসসিম হাক্কানি এই খবর নিশ্চিত করেছেন।
পক্তিকা ছাড়া নানগরহার এবং খোস্ত প্রদেশ থেকেও মৃত্যুর খবর এসেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।