
চৈতালি দত্ত
দীর্ঘ সময়ের পর শ্রাবণ সন্ধ্যায় অদিতির (Aditi Mohsin) একক (Solo Concert) রবীন্দ্রনাথের (Rabindranath Tagore) গানের আসর বসবে এই শহরে (Kolkata)। যা নিঃসন্দেহে বড় খবর বটে। মাঝে করোনা আবহে দীর্ঘ দু’বছর বাংলাদেশের (Bangladesh) শিল্পীরা সেভাবে একক অনুষ্ঠান এখানে এসে করতে পারেননি। প্রসঙ্গত অদিতি মহসিন জানালেন, ‘গত দু ‘বছর আমার কলকাতায় আসা হয়নি। আমার মনে পড়ে না কোভিড আবর্তে বাংলাদেশের কোনও শিল্পীর একক অনুষ্ঠান কলকাতায় হয়েছে কিনা। তবে আমি নিজে খুবই খুশি এই ভেবে প্রায় দু বছর পর আমি কলকাতায় গান গাইব।’ ইতিপূর্বে অদিতির সুরেলা কন্ঠের জাদুতে মন্ত্রমুগ্ধ হয়েছেন লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলের সঙ্গীত রসিক শ্রোতৃ বর্গ। বাংলাদেশ তথা এপার বাংলার অতি জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী পৃথিবীর নানা প্রান্তের রবীন্দ্রসঙ্গীত অনুরাগীদের কাছে অত্যন্ত পরিচিত একটি নাম। তিনি আশা ভোঁসলের সঙ্গেও একই মঞ্চে গান পরিবেশন করেছেন। অদিতি বিশ্বভারতীর সঙ্গীত ভবন থেকে ব্যাচেলার এবং মাস্টার্স দুটো ডিগ্রিতেই প্রথম স্থান অধিকার করেন। অদিতির প্রথম অ্যালবাম ‘আমার মন চেয়ে রয়’ ২০০৩ প্রকাশ পায়। অদিতি ঝুলিতে রয়েছে দেবব্রত স্মৃতি পুরস্কার।

বেহালা সাংস্কৃতিক সম্মিলনীর উদ্যোগে ৫ আগস্ট সন্ধে ৬.৩০ মিনিটে কলা মন্দিরে অদিতি মহসিনের একক রবীন্দ্র সঙ্গীত পরিবেশিত হবে। ব্যবস্থাপনায় সৌম্য সরকার । বাইশে শ্রাবণ কবিগুরু প্রয়াণ দিবসের প্রাক্কালে অদিতির অনুষ্ঠান যে শ্রোতাদের মন ছুঁয়ে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না।
স্তনহীন তরুণীর কথা বলে সমাজের ছক চুরমার করেন কৌশিক, এগিয়ে দেন বাংলা ছবিকে