
দ্য ওয়াল ব্যুরো: বাগডুবি গ্রামের নিগৃহীতা বধূর সঙ্গে দেখা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বুধবার দুপুর দেড়টা নাগাদ পশ্চিম মেদিনীপুরে জেলা কংগ্রেসের কার্যালয়ে পৌঁছান অধীরবাবু। তাঁর সঙ্গে আসেন ছাত্র নেতা আশুতোষ চট্টোপাধ্যায়, প্রদেশ নেতা ওমপ্রকাশ মিশ্র।
সেখান থেকেই দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বাগডুবি গ্রামে কবিতা দাসের বাড়িতে যান তিনি। কথা বলেন কবিতা ও তাঁর স্বামী গোপাল দাসের সঙ্গে। তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।
১৭ মে পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণার পরের দিন ওই বধূকে তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে ডেকে জুতোর মালা পরিয়ে গ্রাম ঘোরানো হয় বলে অভিযোগ। পরে দলীয় কার্যালয়ে কয়েকশো বার কানধরে ওঠবোসও করানো হয়। ভোটের দিন ছাপ্পাভোট দেওয়ার প্রতিবাদ করাতেই তাঁকে হেনস্থা করা হয়।