
দ্য ওয়াল ব্যুরো: ফের টেলি-অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার (Actress Suicide)! পুলিশ জানিয়েছে, মৃত অভিনেত্রীর নাম মঞ্জুষা নিয়োগী। সম্প্রতি আত্মঘাতী হওয়া টেলি অভিনেত্রী বিদিশা দে মজুমদারের বান্ধবী ছিলেন তিনি। আজ সকালে পাটুলির বাড়ি থেকে দেহ উদ্ধার করা হয় তাঁর। জানা গেছে, বিদিশার মৃত্যুর পর থেকেই ডিপ্রেশনে ছিলেন মঞ্জুষা। সেই কারণেই কি ঘটল এমন মর্মান্তিক কাণ্ড! তদন্তে নেমেছে পুলিশ।
টলিউডে মঞ্জুষা কাজ করছেন বেশ কিছুদিন ধরেই। একটি টিভি চ্যানেলের ধারাবাহিকে অভিনয় করতেন তিনি। কাজ করতেন থিয়েটারেও। আচমকা কেন এমন কাণ্ড ঘটালেন, সদ্য মারা যাওয়া অভিনেত্রী বিদিশার সঙ্গে তাঁর মৃত্যুর কোনও যোগসূত্র আছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ।
পল্লবী মৃত্যু মামলায় ১৯২ ঘণ্টা জেরার পরেও সাগ্নিকের জামিন খারিজ! এবার ডাক পড়বে ঐন্দ্রিলারও
মাত্র কয়েকদিনের ব্যবধানে এই নিয়ে তিন-তিন জন টেলি অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা এটি। ১৫ মে গড়ফার ফ্ল্যাটে পল্লবী দে-র ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। গত পরশু, বুধবার মডেল বিদিশারও ঝুলন্ত দেহ পাওয়া যায় নাগেরবাজার থেকে। দু’টি ঘটনাতেই ব্যক্তিগত সম্পর্কের টানাপড়েন নিয়ে জলঘোলা হচ্ছে। মঞ্জুষার মৃত্যুর সঙ্গেও কি তেমনই কোনও কারণ জড়িয়ে রয়েছে, এখনও ধোঁয়াশায় তদন্তকারীরা।
মঞ্জুষার পরিবার অবশ্য কিছুই ভেবে কুল পাচ্ছে না। কারণ কয়েক দিন আগেই পাটুলিতে এসেছিলেন মঞ্জুষা, সেখানেই তাঁর বাপেরবাড়ি। বুধবার খবর পান বিদিশার মৃত্যুর, তার পরেই খুব মনমরা ছিলেন। তাই গতকাল অর্থাৎ বৃহস্পতিবার মঞ্জুষার স্বামী এসেছিলেন পাটুলিতে, বৌকে নিয়ে যাবেন বলে, তখন মঞ্জুষার মা জানান আর কয়েক দিন থাকুক মঞ্জুষা। এরই মধ্যে গতকাল ফটোশ্যুটও করেছেন তিনি।
তার পরে কী থেকে কী হয়ে গেল, বুঝে উঠতে পারছেন না কেউই।
বুকার পুরস্কার পেলেন গীতাঞ্জলি শ্রী, হিন্দি উপন্যাসের হাত ধরেই এই প্রথম বিশ্বদরবারে সম্মানিত ভারত