Latest News

রেস্তোরাঁয় জলের বোতলে দেওয়া হল অ্যাসিড! জন্মদিনের পার্টিতে ভয়াবহ ঘটনা

দ্য ওয়াল ব্যুরো: রেস্তোরাঁয় জলের বদলে দেওয়া হল অ্যাসিড (Acid Serve in Restaurant)! সেই দিয়ে হাত ধুয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে দুই নাবালক। তাদের মধ্যে একজন আবার খেয়েও ফেলে সেটা। পুড়ে যায় শরীরের অনেক অংশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে রেস্তোরাঁর ম্যানেজারকে।

গত ২৭ সেপ্টেম্বর পাকিস্তানের (Pakistan) গ্রেটার ইকবাল এলাকার এক রেস্তোরাঁয় জন্মদিনের অনুষ্ঠান ছিল। পারিবারিক এই অনুষ্ঠানে হাত ধোয়ার জন্য বোতল দেওয়া হয়েছিল। কিন্তু কী করে জানা যাবে সেই বোতলে জল নেই, ছিল অ্যাসিড।

হোটেলের এক কর্মচারীর দেওয়া ওই বোতল থেকে আহমেদ নামে এক নাবালক হাত ধোয়। প্রথমে বুঝতে পারেনি সে। কিন্তু কয়েক মুহূর্ত পরেই হঠাৎ হাতের বিভিন্ন অংশ জ্বলে যায়। যন্ত্রণায় চিৎকার শুরু করে সে। অন্যদিকে আড়াই বছরের আর এক শিশু সেই অ্যাসিড খেয়ে বিপত্তি ঘটায়।

দু’জনকেই হাসপাতালে ভর্তি করা হয়। এখনও সেখানেই তাদের চিকিৎসা চলছে। রেস্তোরাঁ ম্যানেজার ও আরও পাঁচ কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমে গ্রেফতার করা হয়েছে ম্যানেজারকে।

উত্তরাখণ্ডে তুষারধসে আটকে ২১ পর্বতারোহী! উদ্ধারে সেনা

You might also like