
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে ফের মহিলার উপর অ্যাসিড হামলার (Acid Attack) ঘটনা। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে অ্যাসিড হামলার একাধিকন ঘটনা শোনা গেলেও এবারের ঘটনায় জড়িত রয়েছেন নির্যাতিতার বাড়ির লোকই। ইতিমধ্যেই গ্রেফতার (Arrest) করা হয়েছে অভিযুক্তদের।
ঘটনাটি ঘটেছে কাঁচরাপাড়ার জোড়ামন্দির এলাকায়। সূত্রের খবর, এলাকারই বাসিন্দা এক গৃহবধূর (House wife) উপর অ্যাসিড নিয়ে হামলা চালায় তারই স্বামী ও ভাসুর। ঘটনা জানতে পেরেই পুলিশদের দ্বারস্থ হন নির্যাতিতার বোন। ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে বীজপুর থানার পুলিশ (police)। গৃহবধূকে কল্যাণীর জে এন এম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহিলার স্বামী স্বামী রমেন দাস চৌধুরী ও ভাসুর হারাধন দাস চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের আজ ব্যারাকপুর আদালতে নিয়ে যাওয়া হয়েছে। কেন ওই গৃহবধূর উপর অ্যাসিড ছোড়া হল, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
রেল স্টেশনের ভেতরে মহিলাকে গণধর্ষণ রেলকর্মীদের, ভয়ঙ্কর ঘটনা নয়াদিল্লিতে