Latest News

প্রতি ধাপে পাঁচ টাকা করে ভাড়া বাড়ল সরকারি এসি বাসে

দ্য ওয়াল ব্যুরো: বেসরকারি এবং সরকারি নন-এসি বাসের পরে এ বার ভাড়া বাড়ল সরকারি এসি বাসেরও। সূত্রের খবর, কলকাতায় সরকারি এসি বাসে প্রতি ধাপে পাঁচ টাকা করে ভাড়া বাড়ানো হয়েছে। ইতিমধ্যে সেই বর্ধিত ভাড়া কার্যকরও করা হয়েছে।

রাজ্য পরিবহণ দফতর সূত্রের খবর, গত সপ্তাহের বৃহস্পতিবার থেকেই সরকারি এসি বাসের এই নতুন ভাড়া কার্যকর করা হয়েছে। যেখানে প্রথম ধাপে ভাড়া ছিল ১৫ টাকা, সেটি বেড়ে হয়েছে ২০ টাকা। পরের ধাপে ২০ টাকার ভাড়া বেড়ে হয়েছে ২৫ টাকা।

এর আগেই যখন রাজ্য সরকার বেসরকারি বাস ও সরকারি নন-এসি বাসের ভাড়া বৃদ্ধির কথা জানায়, সেই সময়েই জানানো হয়েছিল, এসি বাসের ভাড়াও বৃদ্ধি করা হবে। রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, এসি বাসের ভাড়া বাড়বে। তবে কত টাকা বৃদ্ধি করা হবে সে বিষয়ে ওই সময় নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

You might also like