
জানা যাচ্ছে, ভোটের আগে গোয়ায় তৃণমূলের প্রস্তুতি ও প্রার্থী কারা কারা হতে পারেন সেই নিয়েই আলোচনা হবে এই সফরে। সূত্রের খবর, গোয়ায় তৃণমূলের হয়ে ভোটে দাঁড়াতে পারেন প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। এছাড়াও গোয়ার দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেরিও ও চার্চিল আলেমাও দুজনের নাম নিয়েই চর্চা শুরু হয়েছে। যদিও ফেলেরিও রাজ্যসভার সাংসদ, তবুও তাঁকে ভোটে দাঁড় করাতে পারে বলে খবর।
১৭ থেকে ২০ তিনদিনের গোয়া সফরে একাধিক কর্মসূচি আছে অভিষেকের। প্রার্থী তালিকা চূড়ান্ত করা ছাড়াও বেশকিছু ঘরোয়া বৈঠকও সারবেন তিনি। এমনকি সংগঠন নিয়েও আলোচনা হবে। পাশাপাশি গোয়ার গোমন্তক দলের সঙ্গে জোট করে লড়াই করবে তৃণমূল। সেক্ষেত্রে কোন কোন আসন ছাড়া হবে সেই বিষয়ও নজরে থাকবে।
কিন্তু দিন কয়েক ধরে গোয়ায় তৃণমূলের অবস্থা ভাল নয়। সদ্য দলে যোগ দেওয়া অনেক নেতাই দল ছেড়েছেন। তার সর্বশেষ উদাহরণ, কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসা বিধায়ক রেগিনানলদো লরেঞ্চ। সেই বিষয়টিও নজরে থাকবে বলে খবর।