Latest News

অভিষেক পদ কাড়লেন আরও এক পঞ্চায়েত প্রধানের, ফয়সালা অন দ্য স্পট!

দ্য ওয়াল ব্যুরো: মিঠুন চক্রবর্তীর একটা বাংলা ছবির সংলাপ ছিল—‘নো ধানাইপানাই, ফয়সালা অন দ্য স্পট!’ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) যেন কতকটা সেই কেতাতেই পঞ্চায়েতের ‘অকর্মণ্য’ নেতাদের ঝাঁকুনি দিতে চাইছেন।

কাঁথিতে সভা করতে যাওয়ার দিন হঠাৎই একটি গ্রামে নেমে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্থানীয়দের কাছে অভিযোগ শুনে, নিজে চোখে পরখ করে সভা মঞ্চ থেকে ওই গ্রামের পঞ্চায়েত প্রধান আর উপপ্রধানকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন অভিষেক।

শনিবার রানাঘাটের (Ranaghat) সভা থেকে ফের তৃণমূল সাধারণ সম্পাদক বুঝিয়ে দিলেন, তিনি অকুস্থলে দাঁড়িয়েই ফয়সালা করে দেবেন।

এদিন সভার মাঝখানে হঠাৎ একটি কাগজ বের করে পড়তে শুরু করেন অভিষেক। তাতে লেখা তাতলা-১ নম্বর পঞ্চায়েত, পাড়ার নাম ধনিচা আর গ্রামের নাম মহানাদা। এটি কোথায়? চাকদা পেরিয়ে রানাঘাট ঢোকার মুখে পড়ে এই গ্রামটি।

অভিষেকের মুখে ওই জায়গায়র নাম শুনে হইহই পড়ে যায় সভায়। একাংশ থেকে ভেসে আসে হাততালির আওয়াজ। যেন তাঁরা বুঝতেই পারছিলেন কী হতে চলেছে।

এরপরই অভিষেক জানতে চান, ওই গ্রামের প্রধান এসেছেন? জানা যায় তিনি সভায় নেই। কিন্তু তাতে থামেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক বলেন, ‘এই গ্রামে অনেকগুলি এসটি পরিবার থাকে। আমার কাছে অভিযোগ গিয়েছিল। আমি তারপর চার জনের একটি টিম পাঠাই। সবাই বলেন, পঞ্চায়েত হওয়ার পর থেকে প্রধান গ্রামে আসেননি।’ এরপর প্রধানের নামও বলে দেন অভিষেক। বলেন, ‘এই গ্রামের প্রধান পার্থপ্রতিম দে। চার বছরে যদি আপনি গ্রামে না যেতে পারেন তাহলে আপনার ওই চেয়ারে থাকার দরকার নেই। সোমবার সকালের মধ্যে আমার কাছে ইস্তফা পাঠিয়ে দেবেন।’

অভিষেক একথা বলার পর দেখা যায় একদল যুবক মাঠের মধ্যে নাচানাচি শুরু করে দিয়েছেন। যেন অনেক দিনের আশা মিটেছে! একটি উদাহরণ দিয়ে দুটি বিষয় বোঝাতে চান অভিষেক। এক, এরপর থেকে যেন প্রধানরা সজাগ হয়ে যান। নইলে ভোটের আগেই চেয়ার যাবে। আর দুই, দলকে এবং সাধারণ মানুষকে বার্তা দিতে চাইলেন, সব খবর তাঁর কাছে আছে। তিনি পদক্ষেপও করছেন।

অভিষেক আরও একটি তাৎপর্যপূর্ণ কথা বলেছেন এদিন। তা হল, গ্রামের প্রধানদের বিরুদ্ধে তাঁর কাছে যদি এবার অভিযোগ যায় তাহলে তার প্রভাব পড়বে ব্লক সভাপতির উপর। অর্থাৎ ব্লক সভাপতিকেও পঞ্চায়েত প্রধানদের কাজ মনিটরিং করতে হবে। শুধু মাইকে বক্তৃতা দিয়ে আর পার্টি অফিস আলো করে বসে থেকে কোনও লাভ নেই।

You might also like