
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার বিজেপির (BJP) নবান্ন (Nabanna) অভিযানে গোলমালের পিছনে ছিল সিপিএমের (CPM) হার্মাদ বাহিনী।
তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বুধবার এই অভিযোগ করেছেন। তাঁর কথায় সিপিএমের হার্মাদরা লাল জার্সি ছেড়ে গেরুয়া জার্সি পরছে। ইনকিলাব জিন্দাবাদের পরিবর্তে ওদের মুখে এখন জয় শ্রীরাম।
অভিষেক আজ বিজেপির গতকালের নবান্ন অভিযানের ধরন নিয়েও প্রশ্ন তোলেন। বলেন, যেভাবে নিরীহ, নিরস্ত্র পুলিশকে মারধর করা হয়েছে তাতে স্পষ্ট বড় পরিকল্পনা ছিল আন্দোলনের নামে। সিপিএমের আন্দোলনের মিল আছে। অভিষেকের প্রশ্ন, পুলিশকে যেভাবে মারধর করা হয়েছে, তার নিন্দা করে সিপিএম কেন বিবৃতি দিল না! আসলে ওদের লোকেরাও ছিল। তৃণমূল নেতার দাবি, পুলিশ ধৈর্য্যের পরীক্ষা দিয়েছে।
নতুন তৃণমূল মানুষের মাথায় গুলি করবে: অভিষেককে পাল্টা সুকান্ত
অভিষেক বলেন, গতকাল যে অবস্থা তৈরি হয়েছিল, বাম জমানায় এমন পরিস্থিতিতে পুলিশ গুলি চালাত। ২১ জুলাই, নন্দীগ্রামের গুলি চালনার ঘটনা সকলের মনে আছে।
অভিষেকের মন্তব্য সম্পর্কে সিপিএমের বক্তব্য পাওয়া যায়নি।