Latest News

গোয়ায় আপের ভোট প্রচারের খরচ এসেছে দিল্লির আবগারি দুর্নীতির টাকায়! দাবি ইডির

দ্য ওয়াল ব্যুরো: ২০২২-এর গোয়া নির্বাচনে (Goa Assembly Election) আম আদমি পার্টির (AAP) প্রচারের খরচ এসেছিল দিল্লির আবগারি দুর্নীতির (Delhi liquor scam) টাকায়! বৃহস্পতিবার ফের অরবিন্দ কেজরিওয়ালের দল নিয়ে বিস্ফোরক দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দিল্লির আবগারি দুর্নীতির তদন্তে চার্জশিট দিয়েছে ইডি। সেই চার্জশিটেই গোয়ায় ভোট প্রচারের সঙ্গে আবগারি দুর্নীতির যোগ টানল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

চার্জশিটে আর কী বলেছে ইডি?

ইডি সূত্রে খবর, নয়া আবগারি নীতিতে ব্যবসায়ীদের কাছে প্রচুর ঘুষ নিয়ে আপ। গোয়া নির্বাচনের প্রচারে সেই টাকাই লাগিয়েছে কেজরিওয়ালের দল। গোয়া নির্বাচনে যে সমীক্ষা দল তৈরি করা হয়েছিল, তাতে আপ ব্যয় করেছে ৭০ লাখ টাকা। চার্জশিটে ইডি আরও জানিয়েছে, এই তথ্য তারা ধৃত ব্যবসায়ী বিজয় নায়ারের থেকে পেয়েছে।

উল্লেখ্য, আপ সরকারের নয়া আবগারি নীতি নিয়ে সরগরম রাজধানীর রাজনীতি। বিজেপির অভিযোগ, এই নীতিকে হাতিয়ার করে বাজার থেকে বিপুল টাকা তুলেছে আপ। এই অভিযোগের তদন্তে নেমে ইডি ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। পাশাপাশি, দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে তল্লাশিও চালায় ইডি। এমনকী কয়েক দফায় জিজ্ঞাসাবাদও করা হয় মণীশকে।

ইডির এই তৎপরতা নিয়ে বারবার কেন্দ্রের শাসক দল বিজেপি ও গোয়েন্দা সংস্থার সমালোচনা করছেন আপ নেতারা। বলাই বাহুল্য দিল্লির আবগারি নীতি বিতর্কে নয়া মাত্রা যোগ করল ইডির এই চার্জশিট। যদিও ইডির দাবি উড়িয়ে দিয়ে আপ সুপ্রিমো বলেন, ‘ইডি রাজনৈতিক এজেন্সি হিসেবে কাজ করছে, তা আবার প্রমাণিত হল। আপ সরকারকে সরাতেই মিথ্যে অভিযোগ করা হচ্ছে।’

আরএসএসের দরজায় বিজেপির বিপর্যয়, ঘরের উঠোনেই ধরাশায়ী নিতিন গডকড়ি, দেবেন্দ্র ফড়নবিশ

You might also like