
দ্য ওয়াল ব্যুরো: ভারী জিনিস দিয়ে মাথায় আঘাত করে খুন করা হল এক যুবককে। দক্ষিণ কলকাতার চেতলার ঘটনা (Kolkata Murder)। মৃত যুবকের নাম বিশ্বজিৎ চৌধুরী। একাদশীর দিন, অর্থাৎ গত বৃহস্পতিবার সন্ধেয় পাড়ার চা-দোকানে বসে চা খাওয়ার সময় হঠাৎই তাঁর মাথায় ইট দিয়ে আঘাত করে থেঁতলে দেওয়া হয়। এরপর বেধড়ক মারধরও করা হয় বলেও অভিযোগ।
এই ঘটনার পর পরিবার-পরিজন ও প্রতিবেশীরা বিশ্বজিতকে উদ্ধার করে এসএসকেএমে (SSKM) নিয়ে গিয়ে ভর্তি করে। গত এক সপ্তাহ ধরে সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। তবে মাথায় গভীর আঘাত থাকায় চিকিৎসায় সাড়া দেননি। বুধবার সন্ধেয় চেতলার ওই যুবকের মৃত্যু হয়।
একাদশীর এই ঘটনায় পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে একজনকে গ্রেফতার করেছে। পুলিশের অনুমান ধারদেনা নিয়ে বিশ্বজিতের সঙ্গে ধৃতের ঝামেলা চলছিল। সেই বিবাদ তুঙ্গে ওঠাতেই এই চরম ঘটনা ঘটে। ধৃতের বিরুদ্ধে প্রথমে খুনের চেষ্টার ধারা দেওয়া হয়েছিল। কিন্তু বুধবার রাতে ওই যুবকের মৃত্যুর পর কলকাতা পুলিশ খুনের অভিযোগের মামলা রুজু করেছে।
চেতলার মতো জায়গায় প্রকাশ্যে এভাবে হত্যাকাণ্ড ঘটায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।
দিনেদুপুরে হাত থেকে ব্যাগ ছিনিয়ে চম্পট! পুরীতে আতঙ্কে বাঙালি পর্যটকরা