Latest News

দশমীতে বেরিয়ে নিখোঁজ যুবক, দ্বাদশীতে ঘরে ফিরল নিথর দেহ, তদন্তে পুলিশ

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: দশমীতে বন্ধুদের সঙ্গে দুর্গা পুজোর মণ্ডপ পরিদর্শনে বেরিয়ে আর বাড়ি ফেরেননি হুগলির বাসিন্দা রাজকুমার সাউ। নিখোঁজ ছেলের সন্ধানে থানায় ছুটেছিল পরিবার। কিন্তু দু’দিন পর সেই রাজকুমারের দেহ মিলল দিল্লি রোডের পাশে নয়ানজুলিতে। পরিবারের অভিযোগ, রাজকুমারকে খুন করা হয়েছে (Hooghly Murder)। তদন্তে নেমেছে ভদ্রেশ্বর থানার পুলিশ।

জানা গেছে, বছর বাইশের রাজকুমার হুগলির চাঁপদানির হরিহর গোলির বাসিন্দা। পরিবার সূত্রে খবর, দশমীর বিকেলে বন্ধুদের সঙ্গে প্রতিমা দেখতে বের হন। কিন্তু রাত হয়ে গেলেও বাড়ি ফেরেননি তিনি। পরদিন সকালবেলাতেই ভদ্রেশ্বর থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ নিখোঁজ যুবকের খোঁজ শুরু করে।

শুক্রবার ভোরে ভদ্রেশ্বর থানা এলাকার দিল্লি রোডের ধারে নয়ানজুলি থেকে একজনের মৃতদেহ উদ্ধার হয়। সেই দেহ রাজকুমারের বলে শনাক্ত করে তাঁর পরিবার। এর পরই খুনের অভিযোগ দায়ের হয় থানায়। এদিন সকালেই রাজকুমারের দুই বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

মৃতের দাদা রাহুল জানিয়েছেন, দশমীতে কমল সাউ ও সরমন যাদব নামে দুই বন্ধুর সঙ্গে শ্রীরামপুরে গিয়েছিল রাজকুমার। এলাকার একটি মেয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্কের কথাও জানায় রাহুল। তবে সেই সম্পর্কের জেরেই খুন কিনা তা নিশ্চিত নয় সে।

ময়নাতদন্তের রিপোর্ট এলেই বোঝা যাবে কবে রাজকুমারকে খুন করা হয়েছে। তবে কি কারণে খুন হতে হল ওই যুবককে সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ। চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি বলেন, খুনের মোটিভ হিসাবে ত্রিকোণ প্রেমের একটা তথ্য পাওয়া যাচ্ছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, এই কাজ কোনও পেশাদার খুনির। তাই এই ঘটনার নেপথ্যে আর কারা কারা জড়িত সেইসবকিছুই খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

ঝোপ থেকে উদ্ধার যুবকের পচা-গলা ধড়, পাশেই পড়ে মুণ্ডু! তীব্র চাঞ্চল্য বাঁকুড়ায়

You might also like