Latest News

মায়ের সঙ্গে ঝগড়া, অভিমানে গলায় দড়ি দিলেন শান্তিপুরের যুবক!

দ্য ওয়াল ব্যুরো: বন্ধুদের সঙ্গে বিয়ে বাড়ি যাওয়া নিয়ে মায়ের সঙ্গে বচসা বাধে ছেলের। মায়ের কাছে মার, বকা খাওয়া কোনও নতুন ঘটনা নয়। কিন্তু মায়ের সঙ্গে অশান্তির জেরে ছেলের আত্মঘাতী হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়াল নদিয়ার শান্তিপুরে (Shantipur Suicide)।

ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের ১৬ নম্বর ওয়ার্ডের চারাগর এলাকায়। মৃত যুবকের নাম সুকান্ত বিশ্বাস। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে বন্ধুদের সঙ্গে বিয়ে যাবে বলে তৈরি হচ্ছিলেন বছর তেইশের সুকান্ত। কিন্তু তখনই তাঁর মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয়। ঘটনার পর বাড়ি থেকে চলে যান সুকান্তের মা। সেই সুযোগেই আত্মহত্যা করেন সুকান্ত।

কিছুক্ষণ পর বাড়ি ফিরে সুকান্তের মা দেখেন ছেলে সিলিং ফ্যান থেকে ঝুলছে। দেখে চিৎকার শুরু করেন তিনি। তাঁর কান্না ও চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। তড়িঘড়ি সুকান্তকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে শান্তিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি তাঁকে। চিকিৎসকেরা জানিয়ে দেন, অনেক আগেই সুকান্তের মৃত্যু (Death) হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়। যদিও শান্তিপুর থানার (Shantipur Police Station) পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পাশাপাশি সুকান্তের দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, সুকান্ত তাঁত শ্রমিকের কাজ করতেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

‘লঙ্গরখানায় খাচ্ছিলাম, জলের তোড়ে ভেসে গেল সব!’ অমরনাথ থেকে বাড়িতে ফোন যুবকদের

You might also like