
দ্য ওয়াল ব্যুরো, মালদহ: তিনবছরের প্রেমের সম্পর্ক দু’জনের। একাধিকবার তাঁদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়েছে। কিন্তু অভিযোগ, হঠাৎই বিয়ের কথা উঠতেই বেঁকে বসে প্রেমিক (lover)। এরপরই বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় (dharna) বসে পড়লেন সেই প্রেমিকা। ঘটনাটি ঘটেছে মালদহের (Maldah) মানিকচকের কামালপুর সাহাপাড়া এলাকায়।
জানা গেছে, বিগত তিন বছর ধরে তাঁদের প্রেমের সম্পর্ক। দুই বাড়িতেও সেই কথা জানে। কিন্তু এখন বিয়ে করতে নারাজ সেই প্রেমিক। এমনকি বিগত এক মাস ধরে সেই যুবক গা ঢাকা দিয়েছে বলে জানা গেছে। তাই শেষমেষ অন্য কোনও উপায় না দেখে বিগত পাঁচ দিন ধরে প্রেমিকের বাড়ির দরজায় ধর্নায় বসেছে সেই প্রেমিকা।
এই ঘটনা নিয়ে গত পাঁচ দিনে বেশ কয়েকবার এলাকায় সালিশি সভা বসেছে। কিন্তু ছেলে না থাকায় তাঁর পরিবার কোনও সিদ্ধান্ত নিতে পারেনি। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রেমিকার দাবি, যতদিন না তাঁদের বিয়ে হচ্ছে, ততদিন পর্যন্ত এই ধর্না তিনি চালিয়ে যাবেন। এমনকি এর কোনও সুরাহা না হলে আত্মহত্যার পথও বেছে নেবেন বলে জানিয়েছেন।
কেরলে যাওয়ার নাম করে বারুইপুরে প্রেমিকার সঙ্গে সংসার! দু’মাস আগে রহস্যমৃত্যু ক্যানিংয়ের যুবকের