
দ্য ওয়াল ব্যুরো: এক মাস আগেই বিয়ে হয়েছিল তিতাস নন্দীর। কিন্তু তার মধ্যেই এমন কাণ্ড ঘটবে তা কেউই বুঝতে পারেননি। শুক্রবার রাতে বন্ধ ঘর থেকে উদ্ধার হয় বছর আটাশের যুবতীর। এই মৃত্যু (Baguiati Death) ঘিরে রহস্য দানা বাঁধছে।
স্থানীয় সূত্রে খরব, বাগুইআটি আমবাগান এলাকায় একটি বহুতলে স্বামীর সঙ্গে থাকতেন তিতাস। এক মাস আগে কৌস্তভ সরকার নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয় তাঁর। প্রতিবেশীদের কথায়, প্রায়ই দু’জনের মধ্যে অশান্তি লেগে ছিল। শুক্রবার রাতে এই বহুতলের নীচ থেকে রক্তাক্ত দেহ উদ্ধার হয়।
ওই যুবতীর দেহ উদ্ধার ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নাগেরবাজার থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো।
মৃত্যু কীভাবে হয়েছে সেই কারণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। পুলিশের কথায়, ময়নাতদন্তের রিপোর্ট এলেই কারণ বোঝা যাবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আত্মহত্যা না খুন খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই পুলিশ ওই যুবতীর স্বামীকে আটক করেছে।