
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: অষ্টমীর রাতে ঘরের বউকে খুন করার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে! মুর্শিদাবাদের (Murshidabad Death) ডোমকলের এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। খুন না আত্মহত্যা? সেই টানাপোড়েন চলছে। মৃতার বাপের বাড়ির অভিযোগ, তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা তাদের মেয়েকে খুন করেছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করছে মৃতার স্বামী ও বাকিরা।
ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের পাড়দিয়াড় জিতপুর এলাকায়। জানা যায়, বছর চারেক আগে নদিয়ার মুরুটিয়ার বালিয়াডাঙা এলাকার মেয়ে মৌ পালকে প্রেম করে বিয়ে করে সুজিত পাল। কিন্তু বিয়ের পর থেকেই নাকি পণের দাবিতে মৌয়ের ওপর অত্যাচার করত তাঁর শ্বশুরবাড়ির লোকেরা, এমনই অভিযোগ মৃতার বাবা-মায়ের।
আরও অভিযোগ, দাবি মতো পণ দেওয়ার পরেও অত্যাচার কমেনি, বরং বেড়েছে দাবি। সোমবার সন্ধ্যায় হঠাৎই মৌয়ের বাপের বাড়িতে খবর যায় তাঁদের মেয়ে অসুস্থ। তড়িঘড়ি ডোমকলে গিয়ে তাঁরা দেখেন যে তাঁদের মেয়ে মারা গেছেন।
মৃত্যু যে স্বাভাবিক নয় সেটা বুঝতে পেরেই থানায় খবর দেন তাঁরা। মৃতার শ্বশুর বাড়ির অভিযোগ, মৌ আত্মহত্যা করেছেন। যদিও সেকথা মানতে নারাজ গৃহবধুর বাপের বাড়ির লোকজনেরা। তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ তোলেন তাঁরা।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে গতকাল রাতেই মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়। ঘটনায় অভিযুক্ত জামাই সুজিত পাল সহ শ্বশুরবাড়ির আরও তিনজনের নামে লিখিত অভিযোগ করেন মৃতার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে সুজিত ও মৌয়ের একটা ১১ মাসের মেয়েও রয়েছে।
নবমীর সকালে সোনাই নদীতে উদ্ধার মৃতদেহ! চাঞ্চল্য ভারত-বাংলাদেশ সীমান্তে