Latest News

ক্যানিংয়ে রাতের অন্ধকারে তৃণমূল কর্মীকে গুলি! চিরুনি তল্লাশিতে ধৃত ৪ দুষ্কৃতী

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: রাতের অন্ধকারে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে (shot) জখম হলেন জসিমউদ্দিন মোল্লা নামের এক তৃণমূল কংগ্রেস (TMC) কর্মী। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং (Canning) থানার অন্তর্গত ইটখোলা গ্রাম পঞ্চায়েতের বকরাবনি এলাকায়। রাতের অন্ধকারে এমন গোলাগুলির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, শনিবার রাতে তৃণমূল কর্মী জসিমউদ্দিন স্থানীয় পেঁতুয়া বাজার থেকে বাইকে চেপে বাড়িতে ফিরছিলেন। সেইসময় বেশ কিছু দুষ্কৃতী তাঁর বাইক আটকায়। এরপরই হঠাৎ সইফুল ঘরামী নামের এক দুষ্কৃতী জসিমউদ্দিনকে লক্ষ্য করে গুলি ছোড়ে।গুলি লাগে সরাসরি তাঁর বুকে। গুরুতর জখম হয়ে রক্তাক্ত অবস্থায় জসিমউদ্দিন মাটিতে লুটিয়ে পড়লে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালায়।

স্থানীয়রা তাঁকে রাস্তায় পড়ে থাকতে দেখে তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। অন্যদিকে ঘটনার খরব পেয়ে ক্যানিং মহকুমা হাসপাতালে হাজির হন ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস ও ক্যানিং থানার আইসি সৌগত ঘোষ। গুলিবিদ্ধ যুবকের সঙ্গে কথা বলেন তাঁরা। এরপর রাতেই এলাকায় চিরুনি তল্লাশি চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।

ধৃতদের নাম কানকাটা হাসান ওরফে আমিরুল মোল্লা, সইফুল ঘরামী, আলি হাসান মোল্লা ও সামসুর শেখ। এদের প্রত্যেকরই বাড়ি গোলাবাড়ির সন্দেশখালি এলাকায়। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত চালাচ্ছে ক্যানিং থানার পুলিশ।

বাবা চলে গেলেন বিবাহবার্ষিকীর দিনই! বরবেশে সাজিয়ে শ্মশানে কেক কাটলেন ছেলে

অন্যদিকে ওই যুবকের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হয়ে যাওয়ায় শনিবার রাতেই ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসকরা তড়িঘড়ি জসিমউদ্দিনকে স্থানান্তরিত করেন কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে। ঘটনার বিষয়ে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস জানিয়েছেন, ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক সম্পর্ক নেই। এটা দুষ্কৃতীদের কাজ। পুলিশ যথোপযুক্ত ব্যবস্থা নেবে।

You might also like