
দ্য ওয়াল ব্যুরোঃ কলেজ খুলেছে। প্রায় কুড়ি মাস পর ব্যাগপত্র নিয়ে ক্লাস করতে গেছে পড়ুয়ারা (Student)। অফলাইন ক্লাসের উন্মাদনা ঝরে পড়েছে তাদের চোখেমুখে। কিন্তু এই খুশির আমেজের মাঝেও আছে বিষাদের ছায়া। কলেজ খুললেও এখনও হোস্টেল খোলেনি অনেক জায়গাতেই। বিপাকে পড়েছেন দূর-দূরান্ত থেকে আসা পড়ুয়ারা।
কলেজ খুললেও হোস্টেল বন্ধ, প্রথম দিন ক্লাসে যোগ দেওয়া হল না দূরের পড়ুয়াদের
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সিঁড়িতে মঙ্গলবার সকালে বসে থাকতে দেখা গেল রোহিত রায়কে। তিনি বিশেষভাবে সক্ষম। শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও লেখাপড়া চালিয়ে যাওয়ার ইচ্ছে তাঁর ষোলআনা। তাই কলেজ খুলতেই প্রথম দিনই তিনি চলে এসেছে ক্লাস করতে।
অনলাইন ক্লাসে পড়াশোনা চললেও প্র্যাকটিকাল করা যায় না একেবারেই। আর সেই প্র্যাকটিকাল ক্লাস করতেই সুদূর নবদ্বীপ থেকে ছুটে এসেছেন রোহিত। ভূগোলের ছাত্র তিনি, প্র্যাকটিকাল না হলে চলে না। কিন্তু সশরীরে কলেজে এসেও পদে পদে সমস্যায় পড়ছেন রোহিত আর তাঁর মা।
রোহিত রায়ের মা রেবা রায় জানালেন, তিনি লিফটের ব্যবহার জানেন না। তাই বিশেষভাবে সক্ষম ছেলেকে নিয়ে সিঁড়ি বেয়েই চলাফেরা করতে হচ্ছে তাঁকে। অন্য উপায় নেই। কলেজের হোস্টেল না খোলায় তাঁরা সমস্যায় পড়েছেন।
যদিও সিঁড়ি দিয়ে নামার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে রোহিতের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
ভূগোলে পিএইচডি করতে চান রোহিত। চোখে তাঁর অনেক স্বপ্ন। স্কুলজীবন থেকেই তিনি মেধাবী ছাত্র। নবদ্বীপের বকুলতলা স্কুলে পড়তেন রোহিত। তারপর ভূগোল নিয়ে পড়েছেন কৃষ্ণনগর কলেজে। প্রেসিডেন্সিতে পিএইচডি করার স্বপ্ন দেখেন তিনি। আপাতত দাবি একটাই, হোস্টেলও খুলে দেওয়া হোক শিগগিরই।