
দ্য ওয়াল ব্যুরো: বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশজুড়ে উৎসব চলছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত তেমনই এক অনুষ্ঠানে গিয়েছেন ভারতের স্বনামধন্য শিল্পী এ আর রহমান (A R Rahman)। মঙ্গলবার মিরপুর স্টেডিয়াম জমে উঠবে তাঁর সুরের ঝংকারে। এই অনুষ্ঠানের জন্য বঙ্গবন্ধুকে নিয়ে নতুন গানও বেঁধেছেন রহমান (Bangladesh)। তার কিছু ঝলক শোনা গেছে অনুষ্ঠানের মহড়াতে।
আরও পড়ুন: ঋতুপর্ণার বিমান মিস নিয়ে তোলপাড়, তার পরেই পদত্যাগ আধিকারিকের! যোগ খুঁজছেন অনেকেই
মুজিবুর রহমানকে নিয়ে দুটি গান বেঁধেছেন এ আর রহমান। সোমবার রাতে মিরপুর স্টেডিয়ামে সেই অনুষ্ঠানের মহড়াতে এই নতুন গান শোনা গেছে। মাঝরাত পর্যন্ত চলেছে সেই মহড়া। তার আঁচেই বোঝা গেছে কেমন জমকালো হবে মঙ্গলবারের মূল অনুষ্ঠান। উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেদেশের আরও অন্যান্য জনপ্রিয় শিল্পীরা।
মিরপুরের সেই মহড়ার মঞ্চে এ আর রহমান তো ছিলেনই, সেইসঙ্গে ছিলেন ভারতের প্রবীণ শিল্পী হরিহরণও। বঙ্গবন্ধুকে নিয়ে বাঁধা গানদুটি ওই মহড়ায় একাধিকবার গাওয়া হয়। গানগুলি লিখেছেন জুলফিকার রাসেল।
এ আর রহমানের এই অনুষ্ঠানে মঙ্গলবার হাজির থাকবেন ২০০ জন শিল্পী। সকলকে নিয়েই মিরপুর গেছেন তিনি। রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠান চলবে।
অনুষ্ঠানের টিকিটমূল্যও কম নয়। ১ হাজার থেকে শুরু করে ১০ হাজার বাংলাদেশি মুদ্রা টিকিটের জন্য ধার্য করা হয়েছে। স্টেডিয়ামে যে অনুষ্ঠান হবে, তা টিভিতে লাইভ দেখানোর ব্যবস্থাও করা হয়েছে।